ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মেহেরপুর জেলা তাঁতি দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ৩:৪২

অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনগণের অপ্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা প্রচারণার প্রতিবাদে রবিবার (২০) জুলাই মেহেরপুর জেলার তাঁতি দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মেহেরপুর জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লা মাস্টার (বাবলু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মাসুূূদ অরুণ।

তিনি তার বক্তব্য বলেন যে, আজকে মেহেরপুর জেলা তাঁতি দল বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করছে। একই সাথে মেহেরপুরের গাংনীতে কষক  দলের সভাপতি ও সাধারণ সম্পাদক  কর্মসূচি পালন করছে। আমাদের আফসোস লাগে মেহেরপুরে লক্ষ লক্ষ মানুষ বিএনপির নেতা ও কর্মী। বিএনপিকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে। অপেক্ষা করছে ধানের শীষে ভোট দেবো কবে। আর আপনার যখন কমিটি করেন তখন দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা আপনাদের পাহারা দিতে হয়।  বিশৃঙ্খলা এবং জনরোষ ঠেকাতেও আপনাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়।

তিনি মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল কে উদ্দেশ্য করে বলেন, এই লজ্জা আর দিয়েন না। আপনারা বৈঠকখানায় বসে কমিটি করেন। আপনারা যা করবেন করে ফেলেন। মেহেরপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ডাকাতের হাতে, ধানের শীষ আমরা ভোট দেবো না। তার কারণ, গতকাল আপনারা যে কমিটি করেছেন আপনাদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেই ফেললেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মিন্টু সাবেক মেয়র রিটনের ক্যাডার ছিল এবং আতিয়ার মেহেরপুর আওয়ামী লীগের  সহ-সভাপতি বাবলু বিশ্বাসের কাছের মানুষ ছিল। যেহেতু বিএনপির মানুষ তাদের কাছে যায় না, তারা বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের মানুষ দিয়েই কমিটি করে বেড়াচ্ছে। আমরা বলেছি, যত মানুষ, তত ঘামের গন্ধ, যত ঘামের গন্ধ, তত ধানের গন্ধ।

তিনি বক্তব্যে আরো বলেন যে, জিয়া পরিবারের আদর্শে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের বিএনপি প্রতিষ্ঠাতা লাভ করেছে। বিএনপি'র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের জনপ্রিয়তা অর্জন করেছে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান (জুয়েল) সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা তাঁতি দল। তিনি তার বক্তব্যে বলেন যে, আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কিভাবে মানুষকে নির্যাতিত, গুম এবং খুন করা হয়। মেহেরপুর পিরোজপুর ইউনিয়নে ক'দিন আগে একটা কমিটি হয়েছে আপনারা শুনেছেন  তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে কমিটির কার্যক্রম শুরু করেন। এই ভাবে মেহেরপুরের বিএনপি'র নেতৃত্ব তৈরি করলে দল ক্ষতিগ্রস্ত হবে। তিনি মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, আপনাদের যদি লজ্জা থাকে, তাহলে আপনারা পদত্যাগ করুন।

এ সময় অনুষ্ঠানে মেহেরপুর জেলা তাঁতি দলের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন

চুয়াডাঙ্গায় বিএনপির মনোনয়ন পেলেন শরীফ-বাবু