মেহেরপুর জেলা তাঁতি দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনগণের অপ্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র জাতীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা প্রচারণার প্রতিবাদে রবিবার (২০) জুলাই মেহেরপুর জেলার তাঁতি দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লা মাস্টার (বাবলু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মাসুূূদ অরুণ।
তিনি তার বক্তব্য বলেন যে, আজকে মেহেরপুর জেলা তাঁতি দল বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করছে। একই সাথে মেহেরপুরের গাংনীতে কষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মসূচি পালন করছে। আমাদের আফসোস লাগে মেহেরপুরে লক্ষ লক্ষ মানুষ বিএনপির নেতা ও কর্মী। বিএনপিকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে। অপেক্ষা করছে ধানের শীষে ভোট দেবো কবে। আর আপনার যখন কমিটি করেন তখন দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা আপনাদের পাহারা দিতে হয়। বিশৃঙ্খলা এবং জনরোষ ঠেকাতেও আপনাদের বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়।
তিনি মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল কে উদ্দেশ্য করে বলেন, এই লজ্জা আর দিয়েন না। আপনারা বৈঠকখানায় বসে কমিটি করেন। আপনারা যা করবেন করে ফেলেন। মেহেরপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ডাকাতের হাতে, ধানের শীষ আমরা ভোট দেবো না। তার কারণ, গতকাল আপনারা যে কমিটি করেছেন আপনাদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেই ফেললেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মিন্টু সাবেক মেয়র রিটনের ক্যাডার ছিল এবং আতিয়ার মেহেরপুর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবলু বিশ্বাসের কাছের মানুষ ছিল। যেহেতু বিএনপির মানুষ তাদের কাছে যায় না, তারা বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের মানুষ দিয়েই কমিটি করে বেড়াচ্ছে। আমরা বলেছি, যত মানুষ, তত ঘামের গন্ধ, যত ঘামের গন্ধ, তত ধানের গন্ধ।
তিনি বক্তব্যে আরো বলেন যে, জিয়া পরিবারের আদর্শে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশের বিএনপি প্রতিষ্ঠাতা লাভ করেছে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের জনপ্রিয়তা অর্জন করেছে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান (জুয়েল) সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা তাঁতি দল। তিনি তার বক্তব্যে বলেন যে, আপনারা জানেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কিভাবে মানুষকে নির্যাতিত, গুম এবং খুন করা হয়। মেহেরপুর পিরোজপুর ইউনিয়নে ক'দিন আগে একটা কমিটি হয়েছে আপনারা শুনেছেন তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে কমিটির কার্যক্রম শুরু করেন। এই ভাবে মেহেরপুরের বিএনপি'র নেতৃত্ব তৈরি করলে দল ক্ষতিগ্রস্ত হবে। তিনি মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, আপনাদের যদি লজ্জা থাকে, তাহলে আপনারা পদত্যাগ করুন।
এ সময় অনুষ্ঠানে মেহেরপুর জেলা তাঁতি দলের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
