তালায় মাদকাসক্ত ছেলেকে খুনের অভিযোগে কারাগারে মা

এবার সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর ওই গ্রামেরই বাসিন্দা আব্দুল্লাহ মোড়লের ছেলে এবং সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মোটরসাইকেল কেনা নিয়ে স্ত্রী শান্তা খাতুন ও মা পারুল বেগমের সঙ্গে হাবিবুরের তীব্র বাকবিতাণ্ডা শুরু হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এলাকাবাসীর দাবি, হাবিবুর মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার কপাল ও গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। নিহতের স্ত্রী শান্তা খাতুন বলেন,আমার স্বামী মাদকাসক্ত প্রায়ই মাদক সেবন করে আমাকে ও শাশুড়িকে মারধর করত। মোটরসাইকেল কেনার জন্য চাপ দিত। ঘটনার রাতে সে আবারও টাকা চেয়ে আমাদের ওপর হামলা চালায়। আমি বাধা দিতে গেলে সে আমাকে মারধর করে। অজ্ঞান হয়ে যাই। পরে জ্ঞান ফিরে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি আরও জানান, প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন, হাবিবুর তার মাকে কোপাতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে নিজের শরীরেই হাসুয়ার কোপ লাগে। হাবিবুরের মা পারুল বেগম বলেন, ছেলে মাদকাসক্ত হয়ে পরিবারে অশান্তি করত। স্ত্রীকে মারধর করছিল। আমি বাধা দিতে গেলে সে আমাকে কোপাতে আসে। ধস্তাধস্তির সময় হাসুয়া তার কপাল ও গলায় লেগে যায়। খবর পেয়ে স্থানীয় তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং পারুল বেগমকে আটক করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী শান্তা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটক পারুল বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম

জয়পুরহাটে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামার ভূমিকা শীর্ষক " আলোচনা সভা ও দোয়া

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি ৬৩ পরিবার

আলফাডাঙ্গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

'যারা আন্দোলন করে জেলে ছিলো, তাদেরও গায়ের জোরে জেলে পাঠানো হচ্ছে' - নাছির উদ্দিন

আশুগঞ্জের টোলপ্লাজায় ভারতীয় ২ হাজার ৫শ কেজি গরুর মাংসসহ দু’জন আটক

ঢাকায় নবীনগর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

সুনামগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

জামগড়া আর্মি ক্যাম্প পরিচালিত অভিযানে কিশোর গ্যাং সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে

কাউনিয়ায় নবগঠিত প্রেসক্লাবের কার্যকরী কমিটির মতবিনিময় সভা অনুষ্টিত

গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা

ঘোড়াঘাটে প্রকাশ্যে চলছে জুয়ার আসর, উৎকণ্ঠায় এলাকাবাসী
