ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মুজিবনগর উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৪:৫৫

মেহেরপুর মুজিবনগর উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলার রামনগর খেলার মাঠে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন।

তিনি তার বক্তব্যে বলেন, মেহেরপুর জেলায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বিএনপি একটি স্বচ্ছ ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে। তিনি মুজিবনগর উপজেলার প্রয়াত নেতাদের স্মরণ করেন এবং সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন। একই সাথে সম্মেলন প্রস্তুত কমিটির সকল সদস্য এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মেলন সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। তিনি তার বক্তব্যে রাজধানী ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত সকল শহীদ ও আহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করেন, যাকে তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রতিষ্ঠাতা মনে করেন। একই সাথে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারকারী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারুণ্যের অহংকার, বাংলাদেশের গণতন্ত্র সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে নির্বাসিত থেকে অনেক দুঃখ, কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, এমন প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক স্থান। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত যে সরকার ছিল তার প্রধান হিসেবে তারা শহীদ জিয়াউর রহমানকে মনে করেন। তিনি বলেন, তারা বারবার বিগত সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে বলেছিলেন। তখন তাদের কথা শুনলে আজ হয়তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে পালাতে হতো না। তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের মানুষকে নির্যাতন, গুম, খুন ও ঘরবাড়ি ভাঙচুর করেছে, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে তাদের পতন ঘটেছে। তিনি বলেন, যদি কোনো সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে, তাহলে দেশের মানুষের কাছে তাদের দায়বদ্ধতা থাকে।

তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনাদের বিশেষ পরিস্থিতিতে আমরা ক্ষমতায় বসিয়েছি। আর কালক্ষেপণ নয়, অবিলম্বে একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং সম্মানের সাথে আপনারা বিদায় নেন।" তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে, অনেক ত্যাগ স্বীকার করেছি এবং আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষের প্রকৃত মুক্তি অর্জিত হওয়া পর্যন্ত।"

সম্মেলনে মো. আমিরুল ইসলামকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ ও মেহেরপুর জেলা বিএনপির সদস্য রোমানা আহম্মেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, খাইরুল বাশার, আব্দুল আউয়াল, হাফিজুর রহমান হাফি, আব্দুল্লাহ, মীর ফারুক, রেজাউল হক, মকবুল হোসেন মেঘলা, ওমর ফারুক লিটন, আলফাজ উদ্দীন কালু, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, মেহেরপুর জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ সহ মেহেরপুর জেলা ও মুজিবনগর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি'র বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীরা।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ