মেহেরপুরের শিক্ষক নুরুল মাস্টারের বিরুদ্ধে মামলা, দেশত্যাগের হুমকি ভুক্তভোগী বাবার
শিক্ষকতার মহান পেশাকে কলঙ্কিত করেছেন বলে অভিযোগ উঠেছে মেহেরপুরের মুজিবনগর আদর্শ মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক নুরুল ইসলাম ওরফে নুরুল মাস্টার (৩৭)-এর বিরুদ্ধে। ২০২৫ সালের এক এইচএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণের অভিযোগে তার বিরুদ্ধে মেহেরপুরের মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, শিক্ষক নুরুল মাস্টার দীর্ঘদিন ধরে এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিলেন। গত ২০ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে দুই সহযোগীকে নিয়ে নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে গেছেন।
এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্রীটির বাবা মো. হানিফ মেহেরপুর মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। তিনি বলেন, "আমার মেয়েটি এইচএসসি পরীক্ষার্থী। নুরুল মাস্টার অনেকদিন ধরে ওর পেছনে লেগে ছিল। এখন কোথায় রেখেছে জানি না। পাচারের চেষ্টা করছে কিনা, সেটা নিয়েই সবচেয়ে বেশি শঙ্কা।" তিনি আরও বলেন, "আমার সন্তানকে যারা অপহরণ করেছে, এদেশে আমি এর বিচার পাব না। আমি ও আমার পরিবার দেশ ছেড়ে চলে যাবে এবং আর কোনো সন্তানকে স্কুলে পড়াব না। এ বিষয়ে আপনাদের কোনো নিউজ করার দরকার নাই। মহান সৃষ্টিকর্তাই এর বিচার করবে।"
প্রসঙ্গত, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সহযোগী হিসেবে পরিচিত তাঁতীলীগ নেতা "বিতর্কিত" শিক্ষক নুরুল মাস্টার ক্ষমতার দাপট দেখিয়ে মেহেরপুরে অনলাইন ক্যাসিনো ব্যবসা, অর্থ পাচার, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে স্থানীয় ব্যক্তিবর্গ অভিযোগ করেছেন। এছাড়াও স্থানীয় এবং দৈনিক পত্রিকাতেও এর আগে ওই বিতর্কিত শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। অনুসন্ধান প্রতিবেদনে আরও অনেক ভয়ংকর তথ্য উঠে এসেছে। তিনি এবং তার সহযোগীরা মিলে ছাত্র-যুবকদের টার্গেট করে অনলাইন জুয়া ও মানব পাচার নেটওয়ার্ক গড়ে তুলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ শিক্ষক জানান, "আমরা এর আগেও একাধিকবার এ বিষয়ে অভিযোগ করেছি। এই অপহরণের ঘটনা তা প্রমাণ করে যে আমরা যা আগে বলেছিলাম, সে কথাগুলো সম্পূর্ণ সত্য। বিতর্কিত শিক্ষক নুরুল এখনো ক্ষমতার দাপট দেখিয়ে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এবং সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলার আসামি হয়েও মেহেরপুর মুজিবনগর আদর্শ মহিলা কলেজে শিক্ষকতা করে চলেছেন, যা মেহেরপুরের সুশীল সমাজকে ভাবিয়ে তুলেছে।"
মেহেরপুর মুজিবনগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ওমর খৈয়াম ঊষা বলেন, "শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় ও দৈনিক পত্রিকায় খবর প্রচারের পর তাকে শোকজ করি। এখন ছাত্রী অপহরণের ঘটনায় মামলা হয়েছে, যেখানে আমিও সাক্ষী। নৈতিকতার বিচারে ওই শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে থাকতে পারে না বলে আমি মনে করি এবং তাকে সাত দিনের সময় দিয়ে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।"
মেহেরপুর মুজিবনগর আদর্শ মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম বলেন, "গত ২০ জুলাই রাতে ছাত্রী অপহরণের তথ্য পাওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
মেহেরপুর জেলার মুজিবনগর থানায় গত ২১ জুলাই মামলা নম্বর ১০, তারিখ ২১/০৭/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে বলেন, "অভিযোগ পাওয়ার পর মামলা রুজু হয়েছে। আসামি পলাতক, তাকে ধরতে অভিযান চলছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টাও অব্যাহত রয়েছে।"
এমএসএম / এমএসএম
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু
টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন