বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারের মৃত্যুতে জেলা ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির শোক

বরিশালের বাকেরগঞ্জে কবাই ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাজধানীর ঢাকায় মিরপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। বিএনপি নেতা আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুর খবরে বাকেরগঞ্জ উপজেলা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য বিএনপি নেতা আনোয়ার হোসেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের অত্যন্ত স্নেহভাজন কর্মী ছিলেন এবং সমাজ সেবক ও ভালো মানুষ হিসেবে বাকেরগঞ্জ উপজেলায় পরিচিতি ছিল।
কবাই ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া।পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা হোসেন বাবলী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন জোমাদ্দার। ভরপাশা ইউনিয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সাহিন, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক আল আমিন সিকদার, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
নেতৃবৃন্দ কবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
২৮ শে জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় বাকেরগঞ্জ কবাই ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় জানাযায় অংশ নেন হাজারো মানুষ এসময় জানাজায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ ৬ আসনের সাবেক এমপি আবুল হোসেন খান ও বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ জানাজার নামাজের আগে বরিশাল ৬ আসনের সাবেক এমপি আবুল হোসেন খান বলেন আনোয়ারের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আনোয়ারের ফ্যামিলির এবং তার বাচ্চারা বড় হওয়ার আগ পর্যন্ত আমরা বিএনপির পক্ষ থেকে যত রকমের সহযোগিতা দরকার হয় তা করব আনোয়ার ব্যক্তি হিসেবে সৎ ও একজন ভালো মানুষ ছিলেন তাই জানাযার নামাজে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই তাকে ক্ষমা করে দিবেন
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
