ঢাকা সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কেরুজ আখচাষি সম্মেলনে চিনি শিল্প রক্ষায় আখচাষ বৃদ্ধির উপর জোর


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি photo দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্র‌তি‌নিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ রাত ১০:৫৯

২০২৫-২৬ রোপণ/মাড়াই মৌসুমে আখচাষ বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ সরবরাহের লক্ষ্যে কেরুজ চিনিকলে এক আখচাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। "অগ্রাহায়ণ ও পৌষে আখের চাষ, অধিক ফলনের পূর্বাভাস এবং সেচ, সার ও যত্ন, তিনে মিলে রত্ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার সকাল ১০টার দিকে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান বলেন, "কেরুজ চিনিকল এ অঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। এ অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি কেরুজ চিনিকলটি টিকিয়ে রাখার দায়িত্বও আপনাদের। সেক্ষেত্রে মিলের প্রধান খোরাক আখ বেশি বেশি করে চাষ করতে হবে। আপনি নিজেও আখচাষ করবেন, অন্যকেও এ চাষে উৎসাহিত করবেন। আখচাষি, চিনিকল ও করপোরেশনের সাথে সম্পর্ক পারস্পরিক ছিল, আছে ও থাকবে। আখচাষে উদ্বুদ্ধ করতে চাষিদের সাথে আমাদের সম্পর্কের কোনো ঘাটতি থাকলে চলবে না।" তিনি আরও বলেন, "জেনে খুশি হবেন, ফের আখের মূল্য বৃদ্ধিতে সুপারিশ করা হয়েছে। কৃষকদের ভর্তুকির বিষয়েও আমরা গুরুত্ব দিয়ে থাকি সবসময়। মনে রাখতে হবে চিনিকলটি বন্ধ হয়ে গেলে ক্ষতি আপনাদেরই। তাই চিনি শিল্প রক্ষায় প্রধান কাঁচামাল আখচাষের কোনো বিকল্প নেই।"

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, "ফলন বৃদ্ধিতে যত্ন সহকারে আখচাষে অধিক মুনাফা অর্জন সম্ভব। সঠিক পরিচর্যায় আধুনিক পদ্ধতিতে প্রযুক্তিগতভাবে আখচাষ করলে শুধু আপনিই নন, লাভবান হবে আপনাদেরই প্রতিষ্ঠান কেরুজ চিনিকল। আখচাষ বৃদ্ধি, সঠিক নিয়মে চাষ ও আখচাষে অধিক মুনাফা অর্জনে করণীয় বিষয়ে আমরা উঠান বৈঠক, সভা-সমাবেশ অব্যাহত রেখেছি। অচিরেই আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আখচাষে কৃষকদের প্রতি আমরা সবসময় আন্তরিক। সেক্ষেত্রে আপনাদের যেকোনো অভিযোগ ও সুযোগ-সুবিধার বিষয়ে আমার সাথে সরাসরি আলোচনা করতে পারবেন। মনে রাখবেন আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। আমার সাথে সাক্ষাতে কারো অনুমতির প্রয়োজন হবে না।" তিনি আশা করেন, ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের সোনালী অতীত ফিরিয়ে আনতে আখচাষের দিকে চাষিরা ঝুঁকবেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান (সিপিই) গিয়াস উদ্দীন, প্রধান (টিএস) ড. জেবুন নাহার ফেরদৌস, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া। ডিজিএম সম্প্রসারণ মাহবুবুর রহমানের উপস্থাপনায় আখচাষিদের মধ্যে আলোচনা করেন, চাষি নেতা আ. বারী, ওয়াহেদুজ্জামান, মনিরুজ্জামান ধীরু প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কেরুজ ট্রেনিং কমপ্লেক্স এলাকায় ৩টি ফলজ বৃক্ষ রোপণ করেছেন।

এমএসএম / এমএসএম

মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়

উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সীতাকুণ্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ

কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা

বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন

ঝিনাইদহে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো সড়ক ও জনপথ বিভাগ

আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী পুনর্বাসন চক্রে সক্রিয় গাজী নাছরিন