মনোহরগঞ্জে মহেন্দ্র খাল দখলে জলাবদ্ধতা -দুর্ভোগে লাখো মানুষ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মহেন্দ্র খাল, এই খালটি ২০ কিলোমিটার এলাকার অধিকাংশ দখল হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার লাখো মানুষ। বেশি দখল হয়েছে উপজেলার হাসনাবাদ বাজার এলাকায়। এখানে খালের ওপর গড়ে উঠেছে ৫ তলা মার্কেটসহ অসংখ্য অবকাঠামো। কেউ আবার খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরছেন, কেউ মাছ চাষ করছেন। অবৈধ অবকাঠামো ভাড়া দিয়ে দখলবাজরা সুবিধা নিচ্ছেন। এতে বৃষ্টি ও বর্ষায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার। এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের বাড়ি ঘর, মাছের ঘের এবং ফসলি মাঠ পানিতে ভেসে যাচ্ছে। খালের অবৈধ স্থাপনা ও বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন সচেতনরা।স্থানীয় সূত্র জানায়, উপজেলার শরীফপুর এলাকার ডাকাতিয়া নদী থেকে খালটি উৎপন্ন হয়েছে। সেটি উপজেলার হাসনাবাদ হয়ে বিপুলাসার এলাকার নদনা খালে মিলিত হয়েছে। খালের বিভিন্ন এলাকা ভরাট হয়ে গেছে। কোথাও বাড়িঘর ও দোকান গড়ে তোলা হয়েছে।স্থানীয় জামাল হোসেন, জসিম উদ্দিন,মিজানুররহমান বলেন- উপজেলার অধিকাংশ খাল দখল হয়ে গেছে। ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরকারি প্রতিষ্ঠানও খাল ভরাট করছে। প্রচলিত বিধান অনুযায়ী নৌকা ঘাট, হালট, পথঘাট লিজ বা ইজারা দেয়ার সুযোগ নেই। সেটিও নকল কাগজপত্র তৈরি করে লিজ দেয়া হচ্ছে।মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, এই উপজেলার জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এতে ফসল উৎপাদন বিঘ্নিত হয়। তার উল্লেখযোগ্য কারণ খাল দখল। খাল গুলোর অবৈধ দখলদার উচ্ছেদে আমরা কাজ করছি। আশা করছি সবাই আন্তরিক হলে এই দখল প্রতিরোধ করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি
সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা
চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ
ডিবি পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১