সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে সাংবাদিক সমিতির মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন'কে প্রকাশ্য কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা
রবিবার (১০ আগস্ট ) কুমিল্লা -সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় ও সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি এন এ মুরাদ। তিনি বলেন, " গাজীপুরে প্রকাশ্যে আসাদুজ্জামান তুহিন হত্যাই প্রমাণ করে এখনো আমরা স্বাধীন হতে পারেনি। দেশে চলছে আইনশৃঙ্খলার চরম অবনতি।
পতিত হাসিনা সরকার যেমন গণমাধ্যমের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে সাংবাদিক খুন ঘুমে জড়িত ছিলো। বর্তমান পরিস্থিতিও তেমন। গাজীপুরে সাংবাদিক তুহিন কোনো অপরাধ করেননি। তিনি শুধু পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আর এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গাজীপুরসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতন চালিয়ে- সত্য প্রকাশে গণমাধ্যমকে দাবিয়ে রাখা যাবেনা। এসময় তিনি আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারকে তদন্তের গেঁড়াকলে আটকে না রেখে দ্রুত আসামীদের শাস্তির দাবি জানান। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সাধারন সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জালাল আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক সুরক্ষা আইন করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসাদুজ্জামান তুহিন ছিলো আমাদের সহকর্মী। তুহিন হত্যায় যারা জড়িত তাঁদের দৃষ্টান্ত মূলক বিচার না হলে আমরা বড়ধরনের আন্দোলন করতে বাধ্য হবো।
এতে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম, যুগ্ব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সভাপতি আবুল বাশার, সহ সভাপতি আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মো. ইউনুছ মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান ও সুজন মুন্সি প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম

নির্দেশনার ৪ দিন পরেও উত্তরাঞ্চলে আগের দামেই বিক্রি হচ্ছে আলু

কোটালীপাড়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচী

মানিকগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-২

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুড়ীতে রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি'র নির্বাচন

কালকিনিতে সন্তানের সামনে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রামে এনসিপির সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীনগরে দখল আর অপরিকল্পিত স্থাপনায় নয়াবাড়ি-কাঠালবাড়ি খাল এখন ময়লার ভাগাড়

আখ থেকে ইথানল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছেঃ চেয়ারম্যান,বি.এস.এফ.আই.সি

খালিয়াজুরীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সবুজে সবুজে নান্দনিক কুষ্টিয়া: জাকির হোসেন সরকারের সৌন্দর্যবর্ধন উদ্যোগ
