ত্রিশালে ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশা নগর গ্রামের ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর, জোরপূর্বক দখল ও হত্যার হুমকি দিয়েছে একটি জমি দখলকারী মহল। এ ব্যাপারে ভোক্তভোগী ওমান প্রবাসী খোকন বাদী হয়ে সোমবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবেশী এক প্রভাবশালী ক্ষমতার অপব্যবহার করে দখলবাজির মাধ্যমে অন্যের জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে। এ ঘটনায় বাধা দিলে ভূমি দখলবাজ সাঙ্গপাঙ্গরা জমির মালিক ও স্বজনদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে ।
এ বিষয়ে গতকাল দুপুরে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী খোকন মিয়া। অভিযোগ উঠছে, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের প্রভাবশালী একটি চক্র জমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে। কোনো কাগজপত্র ছাড়াই জমি দখল করে নিচ্ছে। নিজেদের অপকর্ম আরো শক্তিশালী করতে দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে দখল করেছে কুর্শানগর এর মৃত সাহেদ আলী ভূমিদস্যু ছেলে আশ্রাব আলী (৫৮), ও শামছুল হক (৫২), মোঃ মাসুদ (৩৫), মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিমা খাতুন (৫৫) গং।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর মৌজার জে,এল নং ৯০,খতিয়ান নং ১০৫, দাগ নং-৯৮৪ জমির পরিমাণ সাড়ে ১২ শতাংশ জমি পৈত্রিক সুত্রে পান এবং বাকী জমি সাবকাওলা দলিল মূলে কিনেন এবং জমির মালিকানা সুত্রে জমির সীমানা নির্ধারন করে তাতে পিলার দিয়ে কাটা তারের বেড়া দেন । কিন্তু পাশের বাড়ির আশ্রাব আলী (৫৮), শামছুল হক (৫২), মাসুদ (৩৫),মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিম খাতুন (৫৫) রোববার দা বল্লম নিয়ে প্রবাসী খোকন মিয়াকে দাওয়া করে ঘরের ভিতর মেওে ফেলার হুমকি দিয়ে আটকে রেেেখ জমিতে দেয়া খুঁটি তারের বাউন্ডারি সীমানা প্রাচীর ভাংচুর করে।
স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, আমি কিছুদিন আগে শুনেছি এই জমি ওমান প্রবাসী খোকন মিয়া কিনেছে। পরে সে জমি মেপে সীমানা প্রাচীর নির্ধারণ করে পাকা ফিলার ও জিআই তারের বেরা দেয়। কিন্তু আশ্রাব আলীরা তা ভাংচুর করে এবং জমি দখল নেওয়ার চেষ্টা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে আরেক স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গতকাল রোববার বিকালে তারা জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এটা ঠিক হয়নি।
সরেজমিনে দেখা গেছে, দলিলপত্র যাচাই করে ওমান প্রবাসী খোকন মিয়ার কাগজপত্র সঠিক পাওয়া যায়। স্থানীয় সালিশে ওই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও ভূমিদস্যু আশ্রাব আলীরা প্রভাব খাটিয়ে কোনো তোয়াক্কা করছে না।
ওমান প্রবাসী খোকন মিয়া বলেন, আমি ছুটে এসে এ জমি কিনেছি আমার নামেই জমি দলিল ও খাজনা খারিজ হয়েছে। অথচ আশ্রাব আলীরা আমার জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এবং আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই।
এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

দুই বছরেও প্রাণ ফেরেনি কক্সবাজার রেলস্টেশনে, আসছে বিদেশি দরপত্র

ভোলাহাটে কৃষি প্রণোদনা বিতরণ

শেরপুরে জাল টাকার ঘটনায় জড়িত পোস্ট অফিসের দুই কর্মচারি গ্রেপ্তার: কারাগারে প্রেরণ

নরসিংদীতে অপরাধ দমনে পুলিশের টানা অভিযান, গ্রেফতার ৫৪

পাবনায় একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া হত্যার মামলার রায় ঘোষণা ২২ অক্টোবর

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা
