ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বেনাপোলে থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনামূলক সেমিনার


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১২-৮-২০২৫ বিকাল ৫:২১

বেনাপোলে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে থ্যালাসিমিয়া সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় বেনাপোল কাষ্টমস ক্লাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
বেনাপোল কাষ্টমস হাউজের কমিশার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডাক্তার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর ভ্যাট ও কাষ্টমস কমিশনার ফয়সাল মোহাম্মদ মুরাদ।
প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ডাক্তার হুমায়ুন কবির বলেন, থ্যালাসিমিয়া একটি জিনগত রোগ। বাবা মায়ের কাছ থেকে এ রোগের বিস্তার হতে পারে। আমাদের দেশে প্রতিবছর ৮ হাজার শিশু থ্যালাসিমিয়া রোগের জীবাণু নিয়ে জন্মগ্রহণ করে। রোগের ভয়াবহতা প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে শিশুসহ সকলের রক্ত পরীক্ষা করা জরুরি। দেশে প্রায় ২ কোটি মানুষ অজ্ঞাতসারে থ্যালাসিমিয়া রোগের বাহক এবং আক্রান্ত প্রায় ৬০ হাজার মানুষ রয়েছে।
অনুষ্ঠানে বেনাপোল কাষ্টমস হাউজের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বলেন, ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দেশব্যাপী সর্বসাধারণের মধ্যে এ রোগের চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি ন্যায় বেনাপোলে এ আয়োজন করা হয়েছে। আমাদের সবারই এই রোগের প্রতি সচেতনাতা অবলম্বন করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই এখন বেশি জরুরী। 
অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের হেডঅবএইচআর এন্ড অপারেশন এবিএম জোনায়েদ বলেন, থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রক্তরোগ। বাবা ও মা উভয়েই থ্যালাসেমিয়ার বাহক হলে, তাঁদের সন্তানদের মধ্যে কেউ কেউ থ্যালাসেমিয়ার রোগী হতে পারে। যার ফলে এক বছর বয়স থেকে রক্তশূন্যতা দেখা দেয় এবং প্রায় প্রতি মাসেই নিয়মিত রক্ত পরিসঞ্চালন করতে হয়। তিনি থ্যালাসিমিয়া রোগের বিভিন্ন উপসর্গ   সহ মুল প্রবন্ধ উপস্থাপন করেন ।
থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চীপ কোঅর্ডিনেটর ডাঃ সাজিয়া শারমিন বলেন, একটু সচেতন হলেই আমরা এ রোগ প্রতিরোধ করতে পারি। বিয়ের আগে পাত্র-পাত্রী বা বাচ্চা নেওয়ার আগে স্বামী-স্ত্রী থ্যালাসেমিয়া রোগের বাহক কি না তা পরীক্ষা করে দেখতে হবে। পৃথিবীর অনেক দেশে বিয়ের আগে পাত্র-পাত্রীর বা বাচ্চা নেওয়ার আগে স্বামী-স্ত্রীর থ্যালাসেমিয়া আছে কি না তা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস হাউসের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, বন্দরের স্টেকহোল্ডার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। 
সেমিনার শেষে ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। উপস্থিত অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন, যা অনুষ্ঠানে মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটায়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন