মেহেরপুরে খালিদ সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের " ফ্রি মেডিকেল ক্যাম্প " অনুষ্ঠিত

মেহেরপুরে খালিদ সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও " ফ্রি মেডিকেল ক্যাম্প " অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদরাসায় ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ সাইফুল ইসলাম বুধবার (১৩) জুলাই সকালে গোভীপুর দাখিল মাদরাসায়, মেহেরপুর সদরের দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও " ফ্রি মেডিকেল ক্যাম্প " এর উদ্বোধন ঘোষনা করেন।
তিনি তার বক্তব্য বলেন যে, আপনারা জানেন যে প্রত্যেকের সচেতন মানুষের রক্তের গ্রুপ জানা দরকার। আমি এই প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে আজকে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রিতে মেডিকেল চেকআপ করা হবে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে এই কাজ চলমান রেখেছি। এতে করে হবে কি ? কেউ যদি অসুস্থ হয় বা রক্তের প্রয়োজন হয় তাহলে আমরা খুব সহজেই এই ছাত্র-ছাত্রীদের ভিতর থেকে অন্যকে রক্ত দিয়ে সাহায্য করতে পারব। আমি খুব ছোটবেলা থেকেই বিভিন্ন মানুষকে রক্ত দিয়ে আসছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা এইচএসসি তে পড়ে তারাও নিজের ব্লাড গ্রুপ সম্বন্ধে জানেনা। তিনি প্রধান শিক্ষককে নির্দেশ প্রদান করেন যে, আজকে যাদের ব্লাড গ্রুপ পরীক্ষা করা হচ্ছে তাদের মোবাইল নম্বর সহ খাতায় এন্ট্রি করে রাখবে। যাতে করে কোন শিক্ষক, ছাত্র-ছাত্রীর জরুরী প্রয়োজনে কারো রক্তের দরকার হলে আপনারা বা আমরা এই তালিকা থেকে রক্ত সংগ্রহ করতে পারি। তিনি আরো বলেন যে, এই প্রতিষ্ঠানে অনেক ভালো ভালো ছাত্র-ছাত্রী এবং শিক্ষক রয়েছে। এই গ্রামে দুজন বিসিএস ক্যাডার রয়েছে যারা এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছে।
খালিদ সাইফুল ইসলামের এই মহতী উদ্যোগকে সকল পেশা-জীবীর মানুষ সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী আরো জানিয়েছেন যে, এই ধরনের সামাজিক কাজে যদি সবাই এভাবে এগিয়ে আসে তাহলে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি।
রক্তের গ্রুপ নির্ণয় ও " ফ্রি মেডিকেল ক্যাম্প " আজ এই মাদরাসার সকল ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ পরীক্ষা করা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুপার মোঃ রমজান আলী, সহ-সুপার মোঃ রফিকুল ইসলাম, গোভীপুর দাখিল মাদরাসা, মেহেরপুর সদর। এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
