চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ২২ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সিমান্ত পথে ২২ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ।
বুধবার বেলা ১১ টার দিকে দর্শনা জয়নগর সিমান্তের ৭৬ নং মেইন পিলারের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ'র পতাকা বৈঠকের মাধ্যেম বাংলাদেশীদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির।বিএসএফ'র পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার। ২২ বাংলাদেশীর মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছে বিভিন্ন জেলার। নোয়াখালী জেলার চানগাজি গ্রামের বেলালের মেয়ে সুমাইয়া আক্তার (১৯), বরিশাল জেলার সন্ধ্যার মানিক গ্রামের আব্দুর রহমানের মেয়ে মিম (১৫), মানিকগঞ্জ জেলা শিকারপুর গ্রামের আলহাজ্ব মোল্লার মেয়ে আয়রিন আক্তার (১৭), নোয়াখালী জেলার লোকমান গ্রামের সাইফুল ইসলামের মেয়ে হানি সানু (১৮), গাজীপুর জেলার রেহুলা বাড়ি গ্রামের আলী মোল্লার মেয়ে মিম (২০), খুলনা জেলার হাজীবাড়ী গ্রামের বাবু মিয়ার মেয়ে চাহিদা আক্তার (২৪), একই জেলার ধরেনহিশ দিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে আফরিন খানুন (২৭), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল ফকিরের মেয়ে আবেদা আক্তার (২০), নরসিংদী জেলার গাজুতিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিউলি বেগম (৩২), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে রওশনারা খাতুন (২৩), পিরোজপুর জেলার নবীনগর গ্রামে কালু চৌকিদারের মেয়ে মুন্নি আক্তার (২৬), চট্টগ্রাম জেলার দক্ষিণ সাইদবাড়ি গ্রামের মোস্তাদের ছেলে রোমান (৪২), শরীয়তপুর জেলার মল্লিকা গান্ধী গ্রামের মানিক মিয়ার ছেলে রাশেদ মোল্লা (২১), বাগেরহাট জেলার উত্তর আমরাগাছিয়া গ্রামে সবুর খানের ছেলে আলাউদ্দিন আপন (২২), খুলনা জেলার দরি মহেশদিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে আরিফ (৩১), নড়াইল জেলার ইসলামপুর গ্রামের গোলাম মোল্লার ছেলে হাবিব মোল্লা (৩৪), খুলনা জেলার দরী মহেশদিয়া গ্রামের মনসুর আলীর ছেলে তারেক (৩০), নড়াইল জেলার বিন্ধাচর গ্রামের মীর মোহাম্মদের ছেলে রোশান আরিজ (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তর পাইকপাড়া গ্রামের যোগেশ্বর দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৩), ঢাকা জেলার কাঠালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫১), নওগাঁ জেলার গাংদরিয়া গ্রামের সিদ্দিকুল ইসলামের মেয়ে সাথী পারভীন (৩০) ও ঠাকুরগাঁও জেলার যামন গ্রামের ফজলুর রহমানের ছেলে আরমান আলী (২৩)। জীবিকার জন্য দেশের বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলো বলে জানায়। ভারতের হায়দারাবাদে বিউটি পার্লার, হোটেলবার, ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলো। সম্প্রতি ভারতের চলমান অভিযানে পুলিশ তাদের আটক করে। ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বুধবার দর্শনা সিমান্ত পথে ফেরত দেয়া হলো।
বিজিবি-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান , এদের ঠিকানা যাচাই- বাছাই করে সঠিক হওয়ায় তাদের গ্রহন করা হয়েছে। সকলেই বাংলাদেশী। ২২ জনকেই দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, বাংলাদেশী নাগরিকদের নিজ নিজ ঠিকানায় প্রেরন করা হবে।
এমএসএম / এমএসএম
ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১
কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন
মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য
গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির
কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ
জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থগিত
ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-কুমিল্লায় তারেক রহমান
ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত