বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারে 'গর্বের বাকেরগঞ্জ'-এর ৩০ দিনের আল্টিমেটাম

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রতিবাদে স্থানীয় সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের জন্য ৩০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। বুধবার, ১৩ আগস্ট, সকাল ১১টায় সংগঠনের সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তারের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এই স্মারকলিপিতে গর্বের বাকেরগঞ্জ-এর পক্ষ থেকে ১৫ দফা দাবি পেশ করা হয়েছে, যা আগামী ৩০ দিনের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। দাবিগুলো মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার সদস্য সচিব মো. সজল মাহমুদ, নলুয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম সোহেল, সহ-সভাপতি মো. সাইদুল মির, পৌর শাখার সদস্য মো. আরিফ হোসেন সিকদার, মো. মাহমুদউল্লাহ রিয়াদ, এবং মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।
গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে উত্থাপিত ১৫ দফা দাবির মধ্যে রয়েছে:
১. হাসপাতালের জরুরি বিভাগে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা এবং ডিউটিরত ডাক্তার, নার্স ও স্টাফদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা।
২. রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহকৃত ওষুধের তালিকা ও খাবারের মান নিশ্চিত করা।
৩. সকল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের দৈনিক রাউন্ড বাধ্যতামূলক করা এবং রোগীদের অন্য কোনো বেসরকারি হাসপাতালে রেফার না করা।
৪. হাসপাতালের সকল স্টাফের মার্জিত আচরণ নিশ্চিত করা এবং দুর্ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
৫. প্যাথলজি ও রেডিওলজি বিভাগ ২৪ ঘণ্টা খোলা রাখা, রিপোর্ট হাতে না লিখে কম্পিউটার টাইপিংয়ে দেওয়া এবং রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ বন্ধ করা।
৬. বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও অন্যান্য দক্ষ স্টাফের সংকট সমাধানে দ্রুত নতুন নিয়োগ দেওয়া এবং দীর্ঘদিন কর্মরতদের বদলির উদ্যোগ নেওয়া।
৭. হাসপাতালের কোনো স্টাফের বাকেরগঞ্জের মধ্যে অন্য কোনো বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা চেম্বার প্র্যাকটিসের সাথে জড়িত থাকা বন্ধ করা।
৮. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসম্মত টয়লেট ও বেসিন স্থাপন করা।
৯. রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের আইন-শৃঙ্খলার উন্নতি করা এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা।
১০. হাসপাতালকে দালাল ও সিন্ডিকেট মুক্ত করে রোগী হয়রানি বন্ধ করা।
১১. হাসপাতালের অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন নিশ্চিত করা এবং অ্যাম্বুলেন্স বাণিজ্য বন্ধ করা।
১২. হাসপাতালের দৈনিক রিপোর্ট এবং রোগীদের জন্য বিনামূল্যে দেওয়া সেবার তালিকা লিখিত আকারে প্রকাশ্যে টাঙিয়ে রাখা।
১৩. অপারেশন থিয়েটারে অবৈধ লেনদেন ও সিন্ডিকেট বন্ধ করা।
১৪. প্রতি মাসে একবার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা।
১৫. অভিযোগ জানানোর জন্য কর্তৃপক্ষের মোবাইল নম্বর লিখে রাখা এবং প্রাপ্ত অভিযোগের দ্রুত সমাধান করা।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
