বেনাপোলে বিভিন্ন আনুষ্ঠানিকতায় জন্মাষ্টমী পালিত
বেনাপোলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা শাখা ও বেনাপোল পৌর শাখার উদ্যোগে শনিবার সকাল ১০ টায় পাঠবাড়ী আশ্রম মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষ্যে বেনাপোল পাঠবাড়ী অশ্রমে বসছে মেলা দুইদিনব্যাপী মেলা।
শোভাযাত্রা শেষে বেনাপোলে নামার্চায্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাঠবাড়ী আশ্রমে বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তাপস বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খাইরুজামান মধু,শার্শা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাস, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন।
পাঠবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়দেব সিংহ জানান, দেশের বৃহত্তম স্থলবন্দর সীমান্তঘেঁষা বেনাপোল পৌরসভা এলাকায় পাঠবাড়ী সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে বেনাপোল পাঠবাড়ী আশ্রম কমিটি। জন্মষ্টমী উপলক্ষে বেনাপোল পাঠবাড়ী অশ্রমে বসছে মেলা দুইদিন চলবে মেলাটি। রাতদিন চলবে কীত্তন। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী আসে জন্মস্টমীর মেলায়।
পাঠবাড়ী আশ্রমের সাংস্কৃতিক সম্পাদক অজয় পাল জানান,পূজা উদযাপন পরিষদ বেনাপোল পৌর ও শার্শা উপজেলা শাখার আয়োজনে ঢাক-ঢোল ও ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ সেজে তাদের জয়গানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে অংশ নেন পুরুষ-মহিলারা শিশুরাও। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বেনাপোলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে আসতে পেরে খুশি বলে জানান ভক্ত ও দর্শনার্থীর।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ