ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মেহেরপুরে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৩:২৫

মেহেরপুরে সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১৯)  আগস্ট মেহেরপুর জেলা গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা  বৈঠকের মাধ্যমে  ৩৯ জন নারী ও শিশুসহ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর কাছে পতাকা বৈঠকে অনুষ্ঠানে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ১১ বিএসএফ গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার। অপরদিকে বাংলাদেশের পক্ষে কাজিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন -সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাংনী উপজেলা ও বানি ইসরাইল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাংনী থানা সহ গাংনী উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন, গাংনী কাজিপুর বিওপি তিনি জানিয়েছেন যে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এই বাসিন্দাগণ অবৈধভাবে ভারতে প্রবেশ করেন দীর্ঘদিন ধরে  বসবাস করে আসছিল। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে আদালতের   আনুষ্ঠানিকতা শেষে বিএসএফের কাছে হস্তান্তর করে। আজ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করছে।

আটকৃত ব্যক্তিরা হলেন-

বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার পিরুশ গ্রামের মৃত কেতিয়া রাম অধিকারী ছেলে বিমল অধিকারী (৭২), বিমল অধিকারীর স্ত্রী মালতি রানী অধিকারী (৬২), প্রধান অধিকারী স্ত্রী বর্ণা অধিকারী(৩৭), তার মেয়ে রিয়া অধিকারী (৪) এবং রানীশংকৈল উপজেলার কাতিহার মন্টু হকের মেয়ে দুলারী খাতুন (৫২)।

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মুজুরদিয়া বোয়ালমারী গ্রামের আজিত ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৪২)।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিয়ামত কান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৩৫), তার স্ত্রী হাসিদা বেগম (২৯), তার ছেলে ইব্রাহিম হোসেন (০৫)।

খুলনা জেলার কয়রা উপজেলার বাঘা গ্রামের অরবিন্দ সানার ছেলে তরুণ সানা (৩৬), তার স্ত্রী প্রভাতী সানা (৩১), একই জেলার বটিয়াঘাটা উপজেলার বারো ভূঁইয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান শেখ (২৪)।

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের মিথুন মিয়ার মেয়ে রুমা আক্তার (২৪), একই এলাকার ইরফান আলীর স্ত্রী সাবিনা শেখ (৩২)।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বেলতলা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে জয়নাল হক (২৯), একই এলাকার আব্দুস সালামের ছেলে গোলাম মোস্তফা জিয়া (২৯), চরদিয়ার মানিকচর পশ্চিমপাড়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মো. রুবেল (৩৩), একই জেলার গোদাগাড়ী উপজেলার বাঘান্দাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মোয়েন আলী(৩৬), একই উপজেলার আতাহারি গ্রামের নুরুল হুদা ছেলে খাইরুল ইসলাম বাবু (৪০), একই উপজেলার শ্রীমান্তপুর গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে মনিরুল ইসলাম (২৯), একই জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী গ্রামের রাসেল আলী ছেলে আসমাউল হুসনা (১৯), একই উপজেলার চরহনুমান্ত নগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২০), একই গ্রামের আরজ আলী ছেলে মাসুম রেজা (২৯)।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার লুটারুপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নেসবাউল (২৬) ও একই উপজেলার গাইনপাড়া গ্রামের আনিস উদ্দিনের ছেলে পারভেজ মোশারফ (৩৭), একই জেলার সদর উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল গফ শেখ এর ছেলে আসাদুল শেখ (১৮), একই উপজেলার হারিশপুর গ্রামের সোলাইমান শেখের ছেলে ইমদাদুল শেখ (৫০)।

যশোর জেলার শার্শা উপজেলার লক্ষ্মীমানপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী শেফালী ফরিদা খান (৪৩), একই জেলার বাঘারপাড়া উপজেলার বারোখাদুরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল (৩৪)।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত মশাররফ হোসেনের ছেলে লিটন মিয়া (৩৭)।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধবু গ্রামের মৃত সুফিয়ান হোসেনের ছেলে সৈয়দ আলী(৩৮), পাটগ্রাম উপজেলার থানাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান আলী সাদ্দাম (২৭)।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালীমোহর গ্রামের মৃত মৃত মান্তুম ছেলে আরজু আহমেদ (৫১)।

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাগেরহাট গ্রামের ফরকান বাদশার ছেলে ইমরান (২৪)।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার শুকাতী গ্রামের ছেলে রইস খানকে (৩৬)।

নওগাঁ জেলার চাপাহার উপজেলার পাতারী গ্রামের নাইমুল আলীর ছেলে গোলাম রাব্বানী (৩১), একই জেলার চাপাহার উপজেলার পশ্চিম কর্মীডাঙ্গা গ্রামের নুরুল হুদা ছেলে দুলাল হোসেন(৩১)।

ঢাকা জেলার সাভার থানার জাহাঙ্গীর বেগের ছেলে সালাম বেগ (৩৬), একই উপজেলার মৃত ওমর মালের ছেলে কেরামত মাল (৫৬) কে  হস্তান্তর করা হয়।

বানি ইসরাইল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাংনী থানা তিনি বলেন যে, ৩৯ জন হস্তান্তরকৃত বাংলাদেশীদের আজ পতাকা বৈঠকের শেষে গাংনী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কাছে থাকা কাগজ-পাত্র যাচাই-বাছাই করে তারা কোন কোন জেলার নাগরিক তা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন