ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নড়াইল-১ আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। কালিয়া পৌরসভা, কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন এবং নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। তবে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ ভোটাররা মনে করছেন, বিএনপির যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলেই কেবল বিজয় অর্জন সম্ভব।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেন; জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম; জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ আহমেদ শফিকুল হায়দার পারভেজ; লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন; অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ; এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সেক্রেটারি শেখ জহিরুল ইসলাম। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হচ্ছেন সংগঠনটির জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এছাড়া ইসলামী আন্দোলনের (চরমোনাই পীর) প্রার্থী হলেন মাওলানা আব্দুল আজিজ।
রাজনীতিবিদ ও ভোটাররা মনে করছেন, এই আসনে এবার বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থীর নামও আলোচনায় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে কালিয়া পৌরসভা, উপজেলার ১৪টি ইউনিয়ন এবং সদর উপজেলার ৫ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার সবার চোখে পড়ছে।
এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের প্রয়াত সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা বি.এম বাকির হোসেনের ছোট ভাই। বড় ভাই প্রয়াত বি.এম বাকির হোসেনের ব্যাপক জনপ্রিয়তার ছোঁয়া এবং নিজের রাজনৈতিক দক্ষতায় তিনি তৃণমূলের কর্মীবান্ধব প্রার্থী হিসেবে ইতোমধ্যে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তিনি বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিএনপির সভা-সমাবেশ এবং তরুণদের সমাবেশে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি মনোনয়ন পেলে এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি নির্মূল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, স্বনির্ভরতা এবং মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়া বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমও বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিএনপি নেতা ডাঃ আহমেদ শফিকুল হায়দার পারভেজ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সেক্রেটারি শেখ জহিরুল ইসলাম বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও এলাকায় সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন পেলে এই আসনে ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে বলে আশা করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিসের সূত্র থেকে জানা গেছে, নড়াইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬১০ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭১৪ জন।
ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র নাথ সাহা ৫১ হাজার ১১৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পান ২৬ হাজার ৯৪৮ ভোট। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা ৭৮ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন এবং বিএনপির প্রার্থী (আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী) ধীরেন্দ্র নাথ সাহা পান ৬১ হাজার ৪১৩ ভোট। পরবর্তীতে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধীরেন্দ্র নাথ সাহা বিজয়ী হন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কবিরুল হক মুক্তি ৬৩ হাজার ৮২৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম। সবশেষে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কবিরুল হক মুক্তি ১ লাখ ৮২ হাজার ৫২৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পান ৮ হাজার ৯১৯ ভোট।
এমএসএম / এমএসএম

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন
