উল্টোপথে ট্রাক ধাক্কা দিল সিএনজিকে প্রাণ গেল দু’জনের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় উল্টোপথে ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী ত্থি হুইলারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় উল্টোপথে যাওয়া ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেন দিয়ে যাওয়া ত্থি হুইলার কে ধাক্কা দেয়। এতে ত্থি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ত্থি হুইলার চালক ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৪৬) নিহত হয়। ত্থি হুইলারে থাকা যাত্রী ব্যবসায়ী মোঃ হাফিজ উদ্দিন (৫০) গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে মারা যান। তাঁর বাড়ী ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড়ি গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়দের অভিযোগ মহাসড়কের একটি অংশে মেরামত কাজ চলমান থাকায় বেশ কিছুদিন যাবত পূর্ব পাঁচপাড়া এলাকার ইউটার্ন থেকে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সকল যানবাহন উল্টোপথে চলাচল করছিল। মাঝে মাঝে থানা পুলিশ উল্টোপথের চালিত গাড়ী রোধ করলেও পুলিশ না থাকলেই উল্টোপথে চলাচল করে আসছে যানবাহন। ফলে গত কয়েকদিনে মহাসড়কের ওই অংশটুকুতে ৩জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এমন ঘটনার পরও কার্যত কোন পদক্ষেপে নেই ত্রিশাল ট্রাফিক পুলিশ।
উল্টোপথে যানবাহন চলাচল বন্ধ করনে প্রয়োজনে সড়ক পরিবহণ আইনে জরিমানা ও মামলা বিধান বাস্তবায়নের দাবী জানান স্থানীয়রা।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর জনান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতোদের উদ্ধার করা হয়। আশংকাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্যাক্তির কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়। যা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
