ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বেনাপোল সীমান্তে গলায় ফাঁস দেয়া যুবকের পরিচয় মিলেছে


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৩:৫৭

বেনাপোল সীমান্তের পুটখালীর চরের মাঠ থেকে একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেয়া সেই যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম সমরেশ ওঝা (২৮)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কানাইলাল ওঝা। বেনাপোল পোর্টথানা পুলিশ ও পিবিআই যশোর অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করেছে। 
সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুটখালী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন মাঠে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু সে সময় এই মরদেহের কোন পরিচয় পাওয়া যায়না। কেন কি কারনে এই যুবক এখানে এসেছে আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখছে। সীমান্তের এ দুর্গম এলাকায় ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে এ নিয়েও চলছে নানা গুঞ্জন।
পুটখালী গ্রামের বাসিন্দারা জানান, পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে স্বর্ণ পাচারের রুট হিসাবে ব্যবহার করা হয়। আর এই পথ দিয়ে ভারত থেকে ফেনসিডিল, মদ,অস্ত্র,মোবাইল, ঔষধ চোরাচালান হয়। চোরাচালান পণ্যকে কেন্দ্র করে ওই যুবককে হত্যার পর হয়তো লাশ পরিকল্পিত ভাবে গাছে  ঝুলিয়ে রেখে গেছে। এর আগেও বিভিন্ন সময় স্বর্ণ চোরাচালান কেন্দ্র করে সীমান্ত থেকে গাছে ঝোলানো বা নদীতে পড়ে থাকা বাংলাদেশিদের লাশ উদ্ধার হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, মৃতদেহটি একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে নিহতের পরিবার ভারতে বসবাস করে। তবে দুঃখজনকভাবে দেশে থাকা তার কোনো স্বজন মরদেহ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না। লাশ ময়নাতদন্ত শেষে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।  
গোপন তথ্য মতে জানা যায়, পুটখালী সীমান্তবর্তী চরের মাঠে স্থানীয় (এলাকার) কৃষক ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারেন না। একজন বহিরাগত অচেনা যুবক কীভাবে সীমান্তের কাছাকাছি গিয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি। মৃততের সাথে ভয়ংকর কিছু ঘটেছে বলে সন্দেহ করছেন অনেকে। এদিকে সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানবপাচার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর ৫ আগস্টের পর থেকে সীমান্ত পার হওয়া কঠিন হলেও, কিছু দালাল চক্র মোটা টাকার বিনিময়ে মানুষ পাচারে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।
২১ বিজিবি সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৫ আগস্ট বেনাপোলের কায়বা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশিকে আটক করা হয়। 

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা