ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

অসংখ্য খানাখন্দে ভরা বগার বাজার থেকে কাশিগঞ্জ বাজার সড়ক এ যেন মরণফাঁদ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৫৭

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের
বগার বাজার থেকে কাশিগঞ্জ বাজার চলাচলের এক মাত্র রাস্তাটি যেন দিনদিন মৃত্যু কুপি পরিণত হচ্ছে। সামান্য একটু বৃষ্টি হলেই সড়কে জমে হাঁটু পানি, কার্পেটিং ও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও কাদা পানি জমে আছে।  সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন  ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনের রাস্তাটি ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পথচারীরা ঝুঁকি নিয়ে একপাশ দিয়ে চলাচল করতে পারলেও যানবাহন চলাচল অসম্ভব। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কখনো গাড়ি উল্টে পড়ে যাচ্ছে খাদে আবার কখনো পথচারী ছিটকে পড়ছে গর্তে।

স্থানীয় বাসিন্দা শাকিল আহমেদ বলেন, এটি একটি ব্যস্ততম সংযোগ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। 

এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক সোয়েব মন্ডল বলেন, চলাচলের জন্য এটি একমাত্র সড়ক।
এ সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক ইউনিয়নের মানুষ চলাচল করে থাকে। এবং এ ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। হাটবাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে পৌঁছানোর একমাত্র মাধ্যম এই সড়ক।  এত গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।

গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, ফাহিম, মুরাদ, কাজল, নাঈম, রাকিব,শিমু, কণা ও মেঘলা বলেন, আমাদের এ রাস্তা দিয়ে খুব কষ্ট করে স্কুল যেতে হয়।
মাঝে মধ্যেই ছোট বড় অসংখ্য ভাঙা গর্তের কারনে অটো উল্টে যায়। আমাদের একটাই দাবী এ সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। 

গাড়িচালক হাকিম বলেন, সড়কে বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। প্রতিদিন এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে অনেকেই আহত হয়েছেন। ভাঙা গর্ত বড় হতে হতে এখন এই সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

কাশিগঞ্জ বাজার ব্যবসায়ী জহির  বলেন, কাশিগঞ্জ বাজারে আমার ব্যবসাপ্রতিষ্ঠান। এ জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাতে বাড়িতে যাওয়ার সময় রাস্তার গর্তের কারণে দুর্ঘটনা হয়।

এ বিষয়ে উপজেলা  প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার বলেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙা সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, সংস্কার বাজেট পেলেই রাস্তার কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

হোটেল–রিসোর্টের আড়ালে অনৈতিকতার বিস্তার, অভিযানে নড়েচড়ে বসল জেলা প্রশাসন

এনসিপি পার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বিএমএসএফ এর যুগ্ম সম্পাদক আরিফ রহমান এর সফল অস্ত্রোপচার

তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবির আহমেদ ভূইয়া

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত