ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

‎ অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমসহ নানান অভিযোগ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৪:৪৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ‎পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের ছত্রছায়ায় তার সমর্থকদের মাদক, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ ঈশ্বরদী বিএনপির ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিকার চেয়ে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন করেছেন তারা। এছাড়াও গতকালকের বিএনপি কার্যালয়ে গুলি ও ভাঙচুরের ঘটনায় হাবিবের সমর্থকরা জড়িত বলে অভিযোগ করা হয়।
রবিবার (৩১ আগষ্ট) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী নেতাকর্মীরা। ভুক্তভোগীরা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা।
‎সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, গতকাল মানিকনগরের বিএনপি কার্যালয়ে গুলি ও ভাঙচুরের ঘটনায় প্রতিহিংসার রাজনীতি করতে হাবিব নিরীহ নির্দোষ মানুষকে মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। এ ঘটনায় যারা প্রকৃত জড়িত এরা হাবিব সাহেবের লোক। এটা নিয়ে তিনি নোংরা রাজনীতি করতে চাচ্ছেন। মূলত মাদক ও চুরির টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে। এটার সঙ্গে আমাদেও ন্যূনতম সম্পর্ক  নেই। এর আগেও সাহাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে যাতে জাকারিয়া পিন্টুর লোক থাকতে না পারেন এজন্য একজন কর্মীর বিরুদ্ধে হাবিব ভাই মিথ্যা মামলা দিয়েছিল।
‎‎তিনি আরও বলেন, জাকারিয়া পিন্টুর জনপ্রিয়তাকে ভয় পেয়ে তার নেতাকর্মীদের উপর অমানবিক নির্যাতন করে যাচ্ছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়েছে উপজেলাবাসী। বিএনপি হয়ে বিএনপির দ্বারা নির্যাতনের শিকার হওয়া খুবই দু:খজনক। নিজের স্বার্থের জন্য তিনি যা যা করার করছেন। তিনি কিন্তু এটাকে সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আগামীতে জনগণ এটার জবাব দিবে। সারাঘাট এলাকার নদী পথে আওয়ামী গোষ্ঠী কাকন বাহিনী অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন। টকশোতে গিয়ে তিনি তাদের পক্ষ নিয়েছেন। তিনি বলেছেন যারা ওখানে প্রশিক্ষণ করছেন ওরা ভালো, বিএনপির যারা প্রতিবাদ করেছে তারা সন্ত্রাসী।
‎স্বেচ্ছাসেবকদলের এ নেতা আরও বলেন, হাবিবুর রহমান হাবিবের সমর্থক রাব্বি একজন সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তার সঙ্গে পূর্ব শক্রতার জের রয়েছে সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পলাশের। পলাশ মানিকনগরের মসজিদ ও মাদরাসার সেক্রেটারি। ৫ আগষ্টের পর রাব্বি নামে ওই ছেলেটি একটি মাদরাসা ও মসজিদ মার্কেটের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। এটার ভাড়া মাদ্রাসায় দিতো। কিন্তু হাসিনা সরকারের পতনের পর তিনি হাবিব সাহেবের অফিস করবেন। হাবিব সাহেবের অফিস হবে তো মাদরাসায় ভাড়া দিতে হবে কেন?  এটা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই সূত্র ধরে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকের বাড়ি থেকে ছাগল, টাকা, গহনাপাতি লুট করা হয়। এজন্য গতকালের ঘটনায় নাজমুল হোসেন পলাশ জড়িত না থেকেও তার নাম আনা হয়েছে। এটা জাকারিয়া পিন্টুর সমর্থকদরর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, ‎মাদক ও সন্ত্রাস কোনভাবেই কাম্য হতে পারে না। যারাই জড়িত তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে । ৫ আগষ্টের পর থেকে ঈশ্বরদীর সব জায়গায় হাবিব সাহেবের সমর্থকরা চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম করে বেড়ালেও প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। ‎

‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশিদ, ঈশ্বরদী উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক আরজ আলী সরদার, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হোসেন আতিয়ার, উপজেলা যুবদলের সদস্য মতিউর রহমান, হেলাল,  মাসুদ, সলিমপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু মজুমদার, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পলাশ, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

এমএসএম / এমএসএম

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন

মিরসরাইয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১