ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বেনাপোল বন্দরে প্রবেশের মুখে রপ্তানির ৫ ট্রাক পণ্য আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ১২:৩৪

বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা মিথ্যা ঘোষণায় রপ্তানীর প্রাক্কালে ভারতের পেট্টাপোল বন্দরে ভারতীয় ৫ ট্রাক পণ্য আটক করা হয়েছে। সোমবার (১লা সেপ্টম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় বিএসএফ ও কাস্টমস যৌথ অভিযানে বাংলাদেশে রপ্তানির ৫টি ট্রাক আটক করে। সংবাদ লেখাকালীন সময়ে আটককৃত মালামাল ভারতীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট( ইডি) ও কাস্টমস যৌথভাবে ইনভেন্ট্রি করছেন। জানা গেছে জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা। 
ভারতের পেট্রাপোল ব্যাবসায়ী সূত্রে জানা যায়, এই পণ্যের বাংলাদেশের মালিক বেনাপোলের কথিত আমদানিকারক বহুল আলোচিত ও বিতর্কিত হাসানুজ্জামান হাসান। দীর্ঘদিন যাবৎ বহুল আলোচিত ও বিতর্কিত হাসানুজ্জামানের মালিকানাধীন কথিত আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স জামান ট্রেডার্স। মিথ্যা ঘোষণায় বাংলাদেশে রপ্তানীকৃত পন্য চালানটির ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রুহানী এন্টারপ্রাইজ,সোহানী এন্টারপ্রাইজ ও তাহানি এন্টারপ্রাইজ নামে বিভিন্ন ভুয়া লাইসেন্সে এসব পণ্য বাংলাদেশে রপ্তানী করছিলো। ভারতীয়দের দেওয়া তথ্য মতে এসব রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক কুতুব মন্ডল বা মন্ডল গ্রুপ এবং পণ্য চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট এর কার্যাদী সম্পন্ন করেছেন অমিত শাহ বাপি।
সংশ্লিষ্ট সূত্র মতে, ভারতীয় ৫ ট্রাক মটরসাইকেল পার্টসের রপ্তানীর ঘোষণায় শুল্কফাঁকি চক্রটি ফেব্রিক্স, ইমিটেশন জুয়েলারী, শাড়ি থ্রিচিসহ বিভিন্ন ধরনের ভারতীয় মূল্যবান পণ্য (এসোটেড গুডস) বাংলাদেশে পাচার করছিলো।  জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা। 
স্থানীয়দের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউপির সাবেক চেয়ারম্যান ও ফ্যাস্টিট আওয়ামীলীগনেতা হাদিউজ্জামানের ভাই হাসানুজ্জামান,দুর্গাপুর গ্রামের আজিমসহ কতিপয় অসাধু ব্যাবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ ও রাজস্ব ফাঁকিতে সিদ্ধহস্ত নামডাকী সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সহযোগীতায় ভারতীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও রপ্তানীকারকের যোগসাজজে দুই দেশেই রাজস্ব ফাঁকি দিতে কৌশলে ভারত হতে পণ্য আমদানি করে। এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে। অসাধু ব্যবসায়িক চক্র ও কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তা ও বন্দর কর্মকর্তারা। 
ভারতীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বেনাপোল বন্দরের শেড ইনচার্জ ও আইআরএম টিম ও শুল্ক গোয়েন্দার যোগসাজজে পূর্ব চুক্তি মোতাবেক শুল্ক ফাঁকি দিতে ভারত থেকে এমন পণ্য চালান আমদানি করেছিলো। বাংলাদেশে এসব পণ্যের শুল্কায়ন গ্রুপ ও পরীক্ষণ গ্রুপ (আইআরএম) টিমের নাম মাত্র পরীক্ষণে মোটা টাকার বিনিময়ে খালাশ হয়ে যায় অবৈধ বড় বড় পণ্যের চালান। 
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ বেনাপোলের একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিতে ভারত থেকে বৈধ পণ্যর সাথে অসাধু কর্মকর্তাদের যোগসাজসে আমদানি নিশিদ্ধ ও অবৈধ পণ্য আমদানি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। আর এসব শুল্ক ফাঁকি দিয়ে অসাধু আমদানিকারক ও সিঅ্যান্ডএফ সদস্যরা রাতারাতি আংগুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। আর এদের মধ্যে অধিকাংশ ভাড়াকৃত লাইসেন্স ব্যবহার করে বলে জানা গেছে। তারা আরও জানান,বর্তমান কমিশনার যোগদান করারপর কাস্টমসের দুর্নীতিরোধে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। কিন্তু অভ্যান্তরিন পরিবর্তন না করার কারনে পূর্বের অবস্থানের স্ব স্ব জায়গায় কর্মকর্তারা বহাল থাকায় অবৈধ পন্থ্যাগুলো চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তারা অভিযোগ করে বলেন, কর্মকর্তারা হটসএ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চালিয়ে যাচ্ছেন। তাদের ব্যবহারিত ফোনকল চেক করলে মিলে যাবে এসব অর্থের অবৈধ লেনদেনের চিত্র।
রপ্তানী পণ্য আটকের ঘটনায় জড়িত আমদানিকারক প্রতিষ্ঠান,রপ্তানীকারক প্রতিষ্ঠান ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে প্রতিবেদনে উল্লেখিত নামধারী ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও তাদের সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী। 
সোমবার ভারতীয় রপ্তানীপণ্য আটকের ঘটনায় দুদেশেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছে দুদেশের কাস্টমস কর্তৃপক্ষ। তবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দু দেশের আমদানি-রপ্তানীকারকের মাঝে। ব্যবসায়িক মহল আশংকা করছেন অসাধু ব্যবসায়ীদের কারনে ভারতীয় পেট্রাপোল বন্দরে এই রপ্তানীপণ্য আটকের ঘটনায় পণ্যের অন্যান্য কড়াকড়ি বৃদ্ধি পাবে। 
এ ব্যাপারে আইআরএমের ডিসি কাস্টমস হাউজের রাফেজা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি ভারতে বড় একটি পণ্য চালান আটক হয়েছে। এখনও এ বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। বিষয়টি জানার পর আমাদের কিছু করণীয় থাকলে তা খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা