চট্টগ্রামে নিউ মার্কেটের পার্কিংয়ে অবৈধ টোল আদায়

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাধিন বিপনী বিতানের পার্কিং থেকে অবৈধভাবে ঘন্টা হিসেবে টোল আদায়ের অভিযোগ উঠেছে। ”বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সংস্থা চট্টগ্রাম” নামে রশিদ দিয়ে এই টাকা আদায় করছে বলে জানা গেছে। তবে সরকারি এই সম্পদ ব্যবহার করে আদায়কৃত টাকার কানাকড়িও পাচ্ছে না সরকার বা সিডিএ। সব টাকাই সমিতি ও সিডিএ’র কতিপয় অসৎ কর্মকর্তার মাঝে ভাগবাটোয়ারা করে আত্মসাৎ করছে বলে জানা গেছে। তবে এই পার্কিং থেকে টাকা আদায়ের বিষয়টি জানেন না বলে দাবি করছেন সিডিএ’র এস্টেট অফিসার মো. আলমগীর খান।
জানা যায়, ১৯৬৪ সালে মার্কেটটি যাত্রার পর থেকে কখনো পার্কিং ইজারা দেয়া হয়নি। ক্রেতাদের সুবিধার্থে টাকা ছাড়াই পার্কিং সুবিধা ভোগ করা যেত। কিন্তু গত বছরের (২০২৪ সালে) ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই টোল আদায় শুরু করে বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটি। একাধিক ভুক্তভোগী জানান, এই মার্কেটের শুরু থেকে কখনো পার্কিংয়ের টোল ছিলনা। অন্তর্বতী সরকারের আমলে ঘন্টা হিসেবে টোল আদায় করছে। যা সম্পূর্ণ অবৈধ। টোল আদায়ের রশিদের উপরিভাগে লেখা আছে ”বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সংস্থা চট্টগ্রাম” মোটর সাইকেলের জন্য প্রবেশ ফি ৩০ টাকা ও প্রাইভেট কারের জন্য ৫০ টাকা। টিকেটের সময়সীমা আগামী এক ঘন্টা বহাল থাকবে। পরবর্তীতে কর্তৃপক্ষ দায়ী নয়। আবার এই সময়ের বাইরে গেলে প্রাইভেট কারের জন্য প্রতি ঘন্টায় গুনতে হবে অতিরিক্ত আরো ২০ টাকা।
এবিষয়ে জানতে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। গত মঙ্গলবার (৩ আগষ্ট) সরেজমিনে গিয়ে টোল আদায় কাজে নিয়োজিত কর্মীদের সাথে কথা বললে তারাও এর সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান এই পার্কিংয়ে দৈনিক গড়ে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা টোল আদায় হয়ে থাকে। মাসে যার পরিমান প্রায় ৫০ লাখ টাকা আর বছরে প্রায় ৬ কোটি টাকা। অর্থাৎ গত একবছরে সিডিএ’র কর্মকর্তাদের যোগসাজসে ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে সূত্র জানিয়েছে।
একাধিক ভুক্তভোগী দাবি করেন, এই পার্কিং সিডিএ’র সম্পদ। সিডিএ চাইলে আইনের আলোকে ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করতে পারে। তাহলে আর অবৈধ বলার সুযোগ থাকবেনা। আর কোন বিতর্ক হওয়ারও সুযোগ নেই। কিন্তু সিডিএ’র কতিপয় অসৎ কর্মকর্তার লোভের বশে সরকারের মোটা অংকের টাকা তছরুপ করছে এস্টেট শাখা। অফিসাররা হয়তো সাময়িক কিছু অর্থ পাচ্ছে কিন্তু এই চর্চা একদিন আমাদের আরো অনেক নিচে নামিয়ে দিবে।
রশিদ দিয়ে পার্কিং থেকে টোল আদায়ের বিষয়টি স্বীকার করে বিপনীবিতান মার্চেন্টস ওয়েলফেয়ার কমিটির সাধারণ সম্পাদক শারুদ নিজাম বলেন, এই পার্কিংটি ক্রেতাদের জন্য ফ্রি ছিল। কিন্তু আমরা খেয়াল করেছি কিছু ব্যক্তি এখানে গাড়ি রেখে অন্য জায়গায় গিয়ে কেনাকাটা করে। আর পার্কিং ও মার্কেট ক্লিনিং এবং নিরাপত্তার কাজে নিয়োজিতদের পিছনে আমাদের অনেক টাকা খরচ হয়। এসব খরচতো আর সিডিএ আমাদেরকে দেয়না, তাই আমরা পার্কিং থেকে একটা আয়ের ব্যবস্থা করেছি। কিন্তু এটার জন্য সিডিএ’র অনুমোদন নিয়ে করতে পারতেন? এমন প্রশ্নে তিনি জানান আমরা তাদের (সিডিএ) সাথে কথা বলেছি, আলোচনা চলছে। তারা আমাদের নামে একটা অনুমোদন করে দিবে।
এব্যপারে সিডিএ’র মার্কেট সুপার মো. সালাউদ্দিন জানান, অফিস আদেশ ছাড়াই মার্কেটের ব্যবসায়ী সমিতি যখন পার্কিং থেকে টাকা নেয়া শুরু করেছে (আগস্ট/২৪) তখনই আমি আমার কর্তৃপক্ষকে (সিডিএ) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। এটি নিয়ে এস্টেট অফিসার স্যার আলোচনা করে সিদ্ধান্ত নিবে।
বিশ্বস্ত একটি সূত্র জানায় টোল আদায়ের সাথে জড়িত ব্যক্তিদের সাথে এস্টেট অফিসার আলমগীর খানের গভীর সখ্যতা রয়েছে। তার ইশারাতেই টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে এবং পরোক্ষভাবে তিনিই এর সুবিধাভোগী।
এব্যপারে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এস্টেট অফিসার মো. আলমগীর খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সম্পৃক্ত নই। টোল আদায় করছে কিনা আমি জানিনা। তবে এটি কাউকে ইজারা দেয়া হয়নি।
উল্লেখ, চট্টগ্রাম বিপনীবিতান (নিউ মার্কেট) ১৯৬১ সালের ২৭ ফেব্রুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ১৯৬৪ সালে শপিংমল হিসেবে যাত্রা শুরু করে। এর আসল নাম বিপণীবিতান। পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল আজম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি চট্টগ্রাম শহরের একটি প্রাচীনতম শপিংমল। এখানে প্রায় ৬০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন অনেক ব্যবসায়ী। এই মার্কেটে ৫১২টি দোকান রয়েছে। প্রতিদিন হাজারো ক্রেতার আনাগোনা এখানে। ব্যবসায়ীরা এখানে থান কাপড়, তৈরি পোশাক, শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, জুয়েলারি, কসমেটিকস, ঘড়ির দোকান, জুতা ও ইলেকট্রনিকস পণ্যেসহ বিভিন্ন মালামালের পসরা সাজিয়েছেন।##
Aminur / Aminur

নবীনগরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিংগাইরে দলীয় শৃংঙ্খলা ভংগ ও পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দায়ে বিএনপি নেতা সেলিম বহিষ্কার

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বড়লেখার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যুবলীগ নেতা মোস্ত এখন বিএনপিতে যোগদানে ব্যস্ত: নড়াইলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

ধামরাইয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

বারহাট্টায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ১

মোহনগঞ্জে নির্বিচারে শামুক নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

তানোরে খড়ের দাম আকাশছোঁয়া, বিপাকে কৃষক-খামারিরা

ফটিকছড়িতে ইয়াবা ব্যবসায়ী পারভেজ র্যাবের হাতে আটক
