ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিশেষ সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে কোটি কোটি টাকার স্ক্যাপ চুরি হচ্ছে


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৫৯

নির্মাণাধীন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের চার নম্বর গেটের শেষ অংশের দিক থেকে প্রতিদিন রাতে কোটি কোটি টাকার মূল্যবান স্ক্যাপ চুরি হচ্ছে। দাদাপুর, রূপপুর ও ভেড়ামারা এলাকার একটি সংঘবদ্ধ চোর চক্র এই চুরির সঙ্গে জড়িত। তারা প্রকল্পের ফেলে রাখা দামি স্ক্যাপ কৌশল করে চুরি করে নৌপথে এবং সড়কপথে ইঞ্জিনচালিত নসিমন, করিমন ও অন্যান্য ছোট গাড়িতে করে বিভিন্ন স্থানে পাচার করছে। নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র ও দেশপ্রেমী এলাকাবাসীর অভিযোগ সূত্রে,এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে, প্রকল্পের দায়িত্বশীলদের নজরদারির অভাব এবং কতিপয় কর্মচারীর সঙ্গে চোর চক্রের যোগসাজশেই এই স্ক্যাপ চুরি করা সম্ভব হচ্ছে। প্রতিদিন রাতে চক্রটি অত্যন্ত সুকৌশলে প্রকল্পের গাদা থেকে স্ক্যাপগুলো বের করে আনা হয়। এরপর সেগুলো বিভিন্ন গোপন স্থান দিয়ে রাতের অন্ধকারে নদীপথে এবং স্থলপথে দ্রুত সরিয়ে ফেলা হয় । মাঝেমধ্যে স্ক্যাপভর্তি যানবাহন রাস্তায় আটকে টাকা আদায় করা হয়। গত সপ্তাহের মধ্যে এমনভাবে যানবাহন আটকে একটি মাস্তান বাহিনী কর্তৃক যানবাহন আটকে ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ পর্যন্ত অন্তত: পাঁচ কোটি টাকারও বেশি স্ক্যাপ চুরি করা হয়েছে বলে সুত্রের দাবি। 
 সুত্রমতে,এলাকার সচেতন নাগরিকরা মনে করেন, ভেড়ামারা, রূপপুর এবং দাদাপুর এলাকার কিছু ব্যক্তির রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ’ বনে যাওয়ার পেছনে এই স্ক্যাপ চুরির হাত থাকতে পারে। তাদের জীবনযাত্রার মান হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রকার সন্দেহ তৈরি হয়েছে। সচেতন মহল আরও দাবি করেছে, যদি পুলিশ প্রশাসন এই রহস্যের সঠিকভাবে তদন্ত করে, তবে থলের বিড়াল বেরিয়ে আসবে এবং চোর চক্রের মূল হোতাদের মুখোশ উন্মোচন হবে। কর্তৃপক্ষের নজরদারির অভাব এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেশপ্রেমী এই মহলের অভিযোগ, এই প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এত বড় অঙ্কের স্ক্যাপ দিনে দিনে চুরি হচ্ছে, তা এক বড় প্রশ্ন। তাদের দাবি, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা যদি দেশপ্রেম নিয়ে তাদের নজরদারি জোরদার করেন এবং চোর চক্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকে, তবেই এই ধরনের চুরি বন্ধ করা সম্ভব। একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকল্পের নিরাপত্তার পাশাপাশি এই বিপুল পরিমাণ সম্পদ রক্ষায় পুলিশের আরও সক্রিয় হওয়া উচিত বলে মনে করছেন এলাকাবাসী। এই স্ক্যাপচুরির  বিষয়ে জানতে প্রকল্পের পরিচালক ডক্টর কবীর আহমেদ বিদেশে থাকায় মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলামকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে প্রকল্প সাইটের দায়িত্বশীল একটি সূত্র নাম না প্রকাশ করার শর্তে বলেন, স্ক্যাপ চুরির বিষয়টি অনেকের কাছে শোনার পর পাহারার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে পাহারা বাড়ানোর কথা বলা হলে তারা পাহারা বাড়িয়েছে তার পরও কিভাবে স্ক্যাপ চুরি হচ্ছে তা বোধগম্য না। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ,স,ম,আব্দুর নূর জানান,কিছুদিন আগে থানা পুলিশ ভুডভুডি ভর্তি স্ক্যাপসহ চোর ধরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন জানান,কুষ্টিয়ার পার্টি নৌকা নিয়ে এসে রাতে স্ক্যাপ চুরি করে নিয়ে যায়। এবিষয়ে নৌ থানা পুলিশের সাথে কথা বলেছি। গত মাসে আমরা ৮ আসামীকে গ্রেফতার করে ৪ টি মামলা করে কোর্ট হাজতে চালান দিয়েছি। লক্ষিকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, স্ক্যাপ চুরির বিষয়টি সেনাবাহিনী জানানোর পর আমরা নদীতে টহল অব্যাহত রেখেছি।

এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন