নড়াইলের কালিয়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াইলের কালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল ও স্লোগানে উপজেলা সদর এবং এর আশপাশের এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ। কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন, বিএনপি নেতা লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
এছাড়াও বক্তব্য দেন নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলী মণ্ডল, সাবেক ছাত্রনেতা এম রবিউল ইসলাম সাগর, কালিয়া পৌর বিএনপির সেক্রেটারি সেলিম রেজা ইউসুফ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম. রেজাউল করিম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দীন আনসারী এবং যুবদল নেতা মোল্লা বখতিয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাহিনুর ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা। তিনি গণতন্ত্রকে উন্মুক্ত করে মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন এবং খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। বক্তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠা করা এই দলটি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি আপসহীন সংগ্রামী প্ল্যাটফর্ম। তাঁরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ারও ঘোষণা দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যোগ দেওয়া নেতাকর্মীদের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে পুস্তিকা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম

পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার
