পুকুর লাগিয়ত ও সীমানা প্রাচীরের প্রতিবাদের বলি- নিহত কবির
সাতকানিয়া পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার কিরিচের কোপে নিহত এক দিনমজুর

সাতকানিয়ায় থানায় অভিযোগ দিয়েও প্রতিপক্ষের আঘাত থেকে রেহাই পেলেন না টমটম চালক নুরুল কবির। শনিবার বিকেলে উপজেলার এওচিয়ার ৪নং ওয়ার্ডের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকায় প্রতিপক্ষের দা এর আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ৮ ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ঘটনায় নিহত নুরুল কবির একই এলাকার মৃত আমির আলীর ছেলে এবং আহতরা হলেন তার ভাই জানে আলম (৩০), মো: আলম (২৫), মো: আবছার (৩৫) ও আমির আলীর স্ত্রী মমতাজ বেগম (৫৫)। জানা যায়, ছড়ারকুল সুয়ার বাপের বাড়ির আব্দুল মজিদের ছেলে শহিদুল ইসলাম (৩৫), নজির আহমদ (৪৫) ও নেয়াজুর রহমান এবং আব্দুস সোবানসহ মিলে নুরুল কবিরদের বাড়ির পাশে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে চেয়েছিলেন। এর জন্য তারা নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট উচ্ছেদ করার চেষ্টা চালান। এই ঘটনায় তখন নুরুল কবির আশঙ্কায় ৩১ আগস্ট সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করে। এদিকে ৬ সেপ্টেম্বর, শনিবার বিকেলে একই বাউন্ডারি ওয়াল পুনরায় নির্মাণ করার সময় নুরুল কবিরদের চলাচলের পথ বন্ধ করে দিতে চাইলে উভয় পক্ষে আবারো গন্ডগোল শুরু হয়। আহতদের জেঠাত ভাই মো: হারুন নিশ্চিত করেছেন যে, আব্দুল মজিদ ও তার ছেলেদের ধারালো দা এর কোপে মাথায় ও শরীরে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন নুরুল কবির। তাকে বাঁচাতে তার মা ও ভাই-বোনেরা গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, হাসপাতাল কর্তৃপক্ষ নুরুল কবিরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম বলেন, “৩১ আগস্ট আমাদের টয়লেট ও রাস্তা বন্ধ করে আব্দুল মজিদ ও তার ছেলেরা নির্মাণ কাজ করতে গেলে আমরা অসহায় হয়ে পুলিশের আশ্রয় নিই। তখন আব্দুল মজিদ ও তার ছেলে শহিদ দুই-তিনশত ছেলেপেলে আনলে আমরা ভয়ে চুপ থাকি, তখন অবশ্য পুলিশও ছিল। কিন্তু শনিবার আবারও আমাদের চলাচলের রাস্তা বন্ধ করতে চাইলে আমরা বাঁধা দিলে আমাদের উপর এই ঘটনা ঘটায়।” তিনি আরো বলেন, “নেয়াজুর হাতে কাঁচির মত একটা দা ছিলো, ওটা দিয়েই মূলত আমার ছেলের মাথায় আঘাত করে, এবং শহিদুল ইসলাম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছিদ্র করে দেয়। আব্দুল মজিদ বাটাম দিয়ে আমার আরেক ছেলে জানে আলম ও মো: আলমকে বেদম পিটায়, আমরা বাঁচাতে গেলে আমাদেরও পিটিয়ে আহত করে।” স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল কবির পেশায় দিনমজুর ও রিক্সাচালক, তার দুটি অবিবাহিত মেয়ে ও একটি ছেলে রয়েছে। অপরদিকে, আব্দুল মজিদের ছেলেপেলেদের টাকার জোর এবং শিবিরের সাবেক নেতা হওয়ায় এলাকায় গত ৫ আগস্ট থেকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে। ঘটনার বিষয়ে সাতকানিয়া থানার ওসি বলেন, “আমি ঘটনাস্থলে বেশ কয়েকবার পুলিশ পাঠিয়েছি। হত্যা মামলা রেকর্ড করা হয়েছে, ইতোমধ্যে আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”
নিহতের জেঠাত ভাই মো: হারুন বলেন, “মূলত ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শিবির নেতা শহিদ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস ছোবান আমাদের মৌরশী পুকুর অবৈধভাবে বিপুল অংকের টাকার বিনিময়ে পার্শ্ববর্তী এক ব্যক্তিকে লাগিয়ত দিতে চাইলে তখন থেকে ঝগড়াঝাঁটির সূত্রপাত। পরে পুকুর লাগিয়তের রেষারেষি থেকে আমাদের চলাচলের রাস্তা ও আমাদের ভিটেমাটি উচ্ছেদ করতে চায় তারা।” হারুন আরো বলেন, “আমি নিজেও জামাত সমর্থক, এটা পুরো এওচিয়ায় সবাই জানে এবং আমি নিয়মিত বায়তুল মালও দিই, নিহত কবিরও বায়তুল মাল দিত। কিন্তু আমরা গরীব মানুষের ভিটেমাটি দখল করার জন্য সাবেক শিবির নেতা শহিদ একটি গ্রুপ নিয়ে গত ১০ দিন ধরে এলাকায় প্রতিদিন বহিরাগত লোক এনে আজকের মত ঘটনা ঘটিয়েছে।” এদিকে মামলার বাদী নাজিম উদদীন বলেন, “আমার ভাই নুরুল কবির নিহত হয়েছে সরাসরি শহিদুল ইসলামের দা’ এবং নেয়াজু রহমানের খুন্তির আঘাতে। শহিদুল ইসলাম সাতকানিয়া উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার হওয়াতে আমাদের ইউএনও, টিএনও এর ভয় দেখায়। শহিদুল ইসলাম এওচিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও এওচিয়া ৪নং ওয়ার্ডের বায়তুল মাল উত্তোলনের দায়িত্বশীল। তার লেখাপড়া চট্টগ্রাম মহসিন কলেজ। সাবেক এমপি নদভীর পিএস এরফানুল হক চৌধুরী যখন সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছিলেন তখন তাকে বিপুল অংকের টাকা দিয়ে তার পিতা আব্দুল মজিদকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে পুলিশ ভেরিফাই ছাড়া চাকুরী ভাগিয়ে নেয়।” এদিকে হত্যা মামলার বাদী নাজিম উদদীন আরো বলেন, “আমার মনে হয় আমার আরেক ভাই জানে আলমও মারা যাবে, সেও এখন মুমূর্ষু অবস্থায় আছে।”
এমএসএম / এমএসএম

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃত শিল্পীরা

আশুলিয়ায় ফেনসিডিল ব্যবসায়ীসহ ৩ জন আটক

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, তিনজন গ্রেপ্তার

চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিল মুসলিম উম্মাহর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়

গোপালগঞ্জে আগষ্ট মাসে পাঁচ উপজেলায় প্রায় আড়াই হাজার চায়না দুয়ারি জাল ধ্বংস

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা

আ.লীগ নেতার পক্ষে নির্বাচনী প্রচারণা, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

রায়গঞ্জে বিদ্যালয়ের অজুখানা নির্মাণ কাজের উদ্বোধ

চিলামারীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ

বাকেরগঞ্জে দাদার লাশ দাফনের সময় খাটিয়া সরানোর সময় বিদ্যুৎপৃষ্ঠে মামা-ভাগ্নের মৃত্যু

মাগুরায় কুইক রেডিওর আবিষ্কারক বিজ্ঞানী দিদার ইসলাম গ্রামের দুঃখী মানুষের বন্ধু
