মুরাদনগরে প্রশাসনের অভিযানের ক্ষতি নেই ড্রেজার ব্যবসায়ীদের

কুমিল্লার মুরাদনগরে প্রশাসন নিয়মিত অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলেও তাতে কোনো ক্ষতি হচ্ছে না ব্যবসায়ীদের। বরং অভিযানে ক্ষতিগ্রস্ত মেশিন ও পাইপের ক্ষতিপূরণ তুলতে প্রতি ফুট বালুর দাম বাড়িয়ে দিচ্ছে তারা। এতে উল্টো লাভ বাড়ছে ড্রেজার সিন্ডিকেটের।
স্থানীয়রা জানান, প্রশাসন যেদিন অভিযান চালায়, কয়েক ঘণ্টার মধ্যেই আবার নতুন করে চালু হয় অবৈধ ড্রেজার। অভিযানে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ও জরিমানার অর্থ উঠাতে বাড়তি দাম চাপানো হয় ভোক্তাদের ওপর। ফলে ব্যবসায়ীদের কোনো লোকসান হয় না।
সচেতন মহল বলছে, “শুধু মেশিন জব্দ বা পাইপ নষ্ট করে সমাধান সম্ভব নয়। প্রকৃতপক্ষে ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনলেই এ সমস্যা বন্ধ করা যাবে।”
সূত্রে জানা গেছে, উপজেলার ২২টি ইউনিয়নে এখনও প্রতিটিতে গড়ে ৫ থেকে ১০টি করে অবৈধ ড্রেজার চলছে। অভিযোগ রয়েছে, এসব ড্রেজার ব্যবসায়ী নিয়মিত টাকা দেন স্থানীয় রাজনৈতিক নেতা, থানার কিছু কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের অসাধু কর্মচারীদের। এমনকি থানার ক্যাশিয়ার ও এসিল্যান্ডের ড্রাইভার পর্যন্ত ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেন। ফলে অভিযানের খবর আগেভাগেই পৌঁছে যায় ড্রেজার মালিকদের কাছে, আর তারা সতর্ক হয়ে যান।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মুরাদনগরে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২৪ হাজার ২৯৩ হেক্টর (৬০ হাজার ২৪ একর)। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৯৩ হেক্টরে (৪২ হাজার ৭২২ একর)। অর্থাৎ গত সাত বছরে প্রায় ৭ হাজার হেক্টর (১৭ হাজার ৩০০ একর) জমি আবাদযোগ্যতা হারিয়েছে। বছরে গড়ে ২ হাজার ৪৭১ একর জমি বিলীন হচ্ছে, যার বড় অংশই ধ্বংস হচ্ছে অবৈধ ড্রেজিংয়ের কারণে।
শ্রীকাইল ইউনিয়নের কৃষক আনোয়ার, কামাল, বাবুল ও জাকির অভিযোগ করে বলেন, “আগে আওয়ামী লীগ নেতাদের ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়া হতো। এখন বিএনপি নেতাদের ভয় দেখিয়ে জমি বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছে।”
অন্যদিকে পাহাড়পুর ইউনিয়নের কৃষক আক্তার, হানিফ ও সোলেমান বলেন, “আমাদের জমির পাশে ড্রেজার বসানো হয়েছে। এতে জমি ভেঙে যাচ্ছে। আমরা জমি বিক্রি করতে রাজি না হওয়ায় নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থলে অবৈধ ড্রেজার মালিকদের পাওয়া গেলে তাদের জেল-জরিমানা করা হয়।”
এমএসএম / এমএসএম

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত
