কাউনিয়ায় জাল সার্টিফিকেট ব্যবহার করে স্কুল কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা

রংপুরের কাউনিয়ায় জাল সার্টিফিকেট দিয়ে ভূতছাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমানের বিরুদ্ধে। জেলা প্রশাসনের মনোনীত ব্যক্তি হিসেবে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে স্থানীয় রাশেদুল ইসলাম জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা জামিনুর রহমান এইচএসসি পাস না করেই ডিগ্রি পাসের জাল সার্টিফিকেট ব্যবহার করে প্রভাব খাটিয়ে স্কুলের সভাপতি হয়েছেন। অভিযোগকারী দাবি করেছেন, জামিনুর রহমান যে সার্টিফিকেট ব্যবহার করেছেন, তা মূলত রাশেদুল ইসলাম নামে অন্য একজনের। এতে শিক্ষাবর্ষের তথ্যও ভুলভাবে ব্যবহার করা হয়েছে। বিএনপি নেতা জামিনুর ইতোমধ্যে ঢুষমারা চরে জমি দখল, বাসস্ট্যান্ডে দোকান দখল ও বিক্রি এবং আরিফা ফুড প্রোডাক্টসের মালিককে হুমকির মতো নানা বিতর্কের জন্ম দিয়েছেন। তার এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হলেও ঊর্ধ্বতন নেতৃত্ব কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি দলের নেতাকর্মীরাও তার ওপর ক্ষুব্ধ, তবে তার প্রভাবের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না। এর আগে তাকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ বিষয়ে ভূতছাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, "যাচাই-বাছাই করেই সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে।" উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী জানান, "জমাকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।" উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "উপজেলা মাধ্যমিক অফিসারের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।" জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েতুল্লাহও একই কথা জানান।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান বলেন, "সার্টিফিকেট জাল হলে তারা প্রমাণ করুক। আমার সার্টিফিকেটটি ওপেন ইউনিভার্সিটির হওয়ায় তাদের সার্টিফিকেটের সঙ্গে মিল নেই। উচ্চ মাধ্যমিক অফিস এবং জেলা শিক্ষা অফিসে আমার কাগজপত্র জমা দেওয়া আছে। এখন ডিজিটাল যুগ, সব জায়গায় খোঁজ করলে আমার সার্টিফিকেট আসল না জাল, তা দেখতে পারবে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, তারাই জাল সার্টিফিকেট বানিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছে।" পরে মাধ্যমিক অফিসে যোগাযোগ করা হলে তারা জানান, তারা নতুন করে কোনো কপি পাননি। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত
