ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রাঙামাটিতে পাহাড় নিধনে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১:৫৬

পাহাড়ে ঘেরা প্রকৃতির স্বর্গরাজ্যে অবস্থিত পার্বত্য অঞ্চলের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পাহাড়ি এলাকা কিংবা প্রকৃতি শব্দটি বেমানান হয়ে পড়েছে, প্রকৃতি যেন বড্ড অসহায়। উন্নয়নের নামে পাহাড় নিধনের বিশাল কর্মযজ্ঞ চলছে, পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে একাডেমিক, প্রশাসনিক ও ছাত্রবাসের জন্য চারটি ভবন। ইআইএ শর্ত সাপেক্ষে পরিবেশের ছাড়পত্র থাকলেও এই ভবন নির্মাণের জন্য কয়েকটি স্ক্যাভেটর দিয়ে অতিমাত্রায় নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। ক্যাম্পাসে ডুকতেই এমন অনাকাঙ্খিত পরিবেশের দেখা মিলছে বলে বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ যেন পুকুর খননের মহড়া চলছে। তবে অতিমাত্রায় পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক।
এবিষয়ে প্রকল্প পরিচালক আব্দুল গফুল বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য পরিবেশের ছাড়পত্রের শর্ত মেনেই কাজ করা হচ্ছে। চলাচলের রাস্তা নির্মাণ ও ফাইলিংয়ের জন্য কোথাও কোথাও পাহাড় কাটা হয়েছে, তবে তা পরিমানে কম। এটা একটা সরকারী প্রকল্প এখানে অতিরিক্ত পাহাড় কেটে কারো ব্যক্তিগত কোন ফায়দা নেই। সুতরাং আমরা নিয়মের মধ্যে থেকেই যাবতীয় কাজ করছি।  আমরাও চাই এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ বজায় থাকুক। জানা যায়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উন্নয়নের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় রয়েছে একাডেমিক, প্রশাসনিক, চাত্র হল ও ছাত্রী হল। পাহাড় না কেটে উন্নয়ন কার্যক্রম চলমানের বিধান থাকলেও এই ক্ষেত্রে সেই বিধানের তোয়াক্কা করছেন না কেউই। পাহাড় খনন করায় এখন রাবিপ্রবির বিশাল প্রজেক্ট। সম্ভাবনাময়ী এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের বেহাল চিত্র উঠে আসে প্রতিবেদকের কাছে। বিশ্ববিদ্যালয়ের পেইজ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সোশাল মিডিয়ায় উৎসাহের সাথে উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরছেন, সেই সাথে  পাহাড়ের রূপ, বৈচিত্র যেনো বেমালুম তাঁরা ভুলেই গেলেন। পরিবেশগত প্রভাব নিরূপণ নিয়ে রয়েছে ধোঁয়াশা, কাগজে কলমে পরিবেশগত প্রভাব নিরূপণ করলেও বাস্তবে তাঁর উল্টো চিত্র উঠে আসছে। এলাকাবাসী সহ সমাজের বিভিন্ন পেশাজীবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারাও ভবন তৈরির এমন প্রক্রিয়া নিয়ে করেছেন কড়া সমালোচনা। এক্ষেত্রে কিছু বলার সুযোগ নেই এবং বললেও তা আমলে নেন না বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
রাঙামাটি- কাপ্তাই সড়কের কোল ঘেঁষে পাহাড় কর্তন করে পুকুর খনন পার্শ্ববর্তী রাস্তা, শিক্ষার্থীদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বলেও মনে করছেন অনেকে। 
প্রকাশ্যে দিবালোকে মূল সড়কের পাশে কয়েকটি স্ক্যাভেটর দিয়ে পাহাড় কেটে এখন পুকুরে পরিণত হয়েছে কিন্তু রাঙামাটি পরিবেশ অধিদপ্তর কিংবা রাঙামাটি জেলা প্রশাসন এক্ষেত্রে নিরব। কয়েকজন বিজ্ঞ প্রকৌশলীর সাথে কথা বলে জানা যায়, পাহাড়কে অক্ষত রেখে ভবন ও উন্নয়ন মূলক কার্যক্রম করা সম্ভব তাতে বেসমেন্টে করার ভিন্নতা আসবে। কিন্তু নির্বিচারে পাহাড় কেন কাটা হচ্ছে তা বুঝতে পারছে না অনেকে।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম বলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য আবেদন করেছে, আমরা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছি। তবে পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যদি তারা অনুমোদনের শর্ত ভঙ্গ করে পাহাড় কাটে পরিবেশের ক্ষতি করে তাহলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা সদা সচেষ্ট।
স্থানীয়রা বলছেন, পাহাড়ের একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ এই বিশ্ববিদ্যালয়। আমরা এর উন্নয়ন চাই। এটি বেড়ে উঠুক অনন্য উচ্চতায়। এটির উপর নির্ভর করে আমাদের জীবন মানোন্নয়ন হবে। বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসবে। তাই আমরা চাই সকল উন্নয়ন যেন হয় পাহাড়কে অক্ষুন্ন রেখে। এমনিতে ভূমিদস্যুরা দেশের অনেক পাহাড় কেটে সাবার করে দিয়েছে কিন্তু আমরা আমাদের এই পরিবেশটা কিছুতেই নষ্ট হতে দিতে পারিনা।

এমএসএম / এমএসএম

বদলি আদেশের পরও বহাল হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে রায়গঞ্জবাসী

ধামরাইয়ে প্রকৌশলীর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা ও হুমকির অভিযোগ

জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন

মানুষের জীবনমান ও শিক্ষার মান বৃদ্ধিতে ৩১ দফার বিকল্প নেই: অভি

নওগাঁ-৩ আসনে বিএনপির পদচারনায় মুখর জনপদ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

“চরিত্র হননের নোংরা খেলায় নেমেছে প্রতিপক্ষরা”— শওকত হোসেন সরকার

‎কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; একজন আটক

কর্তৃপক্ষের অবহেলায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত