টুঙ্গিপাড়ায় খাল ও রাস্তার দুইপাশের জঙ্গল পরিষ্কার: দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি এলাকাবাসী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা খাল অবশেষে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পৌরসভা। পাটগাতী বাসস্ট্যান্ড থেকে টুঙ্গিপাড়া থানা পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ এই খালটি কচুরিপানা ও জঙ্গলে ভরে গিয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল, যার ফলে জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং মশার উপদ্রবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন এলাকাবাসী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার, রাস্তার দুই পাশের জঙ্গল অপসারণ ও গাছের ডালপালা ছাঁটাই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার। এ সময় নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক ফারজানা আক্তার বলেন, “খাল পরিষ্কার হলে পৌরবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। খালটি ব্যবহার উপযোগী করে তোলা হবে, যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং বর্ষাকালে পানি নিষ্কাশনে কোনো সমস্যা না হয়।” তিনি আরও জানান, খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কারের পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও আলোকায়ন প্রকল্প হাতে নেওয়া হবে। খালকে ঘিরে হাঁটার পথ, বসার স্থান এবং সবুজ পরিবেশ তৈরিরও পরিকল্পনা রয়েছে।
নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান বলেন, “দীর্ঘদিন অব্যবহৃত খালটি কচুরিপানা ও জঙ্গলে ভরে গিয়েছিল। প্রশাসক মহোদয়ের নির্দেশে দ্রুত পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি খালটি শিগগিরই আগের রূপে ফিরে আসবে।”
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ উল্লাহ (৪০) বলেন, “খালটি একসময় আমাদের অনেক উপকারে আসত। বহু বছর ধরে কচুরিপানায় ভরে গিয়ে আমরা জলাবদ্ধতা ও দুর্গন্ধে কষ্ট পেয়েছি। এখন পরিষ্কার হওয়ায় আমরা খুব খুশি।” অন্যদিকে রেহানা বেগম (৪৫) বলেন, “আমাদের বাড়ির পাশেই খাল। আগে এত দুর্গন্ধ উঠত যে বসা যেত না। মশার কারণে বাচ্চাদের ঘুম হতো না। এখন পরিষ্কার হলে নিশ্চয়ই পরিবেশ সুন্দর হবে।” তবে অনেকেই মনে করছেন, শুধু একবার পরিষ্কার করলেই হবে না, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। স্থানীয় যুবক মো. মঈন ইসলাম বলেন, “এই উদ্যোগ ভালো হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে কয়েক মাসের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে আসবে। স্থায়ী রক্ষণাবেক্ষণ জরুরি।” সহকারী প্রকৌশলী ইউসুফ আলী জানান, খাল পরিষ্কারের পাশাপাশি পৌরসভার ড্রেনগুলোও নিয়মিত পরিষ্কার রাখা হবে এবং রাস্তার দুই পাশে গাছের ডালপালা ছাঁটাই ও সৌন্দর্যবর্ধনের কাজ চলবে। এ সময় এলাকাবাসী পৌর প্রশাসক ফারজানা আক্তারকে ধন্যবাদ জানান এবং এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
এমএসএম / এমএসএম

ব্রাহ্মণবাড়িয়া এক মাংসের দোকানের চকি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

বড়লেখা সীমান্তে অবৈধ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট আটক

রৌমারীতে ব্রম্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগীতার শুভ উদ্বোধন

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ

বেড়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও নৌপথ অবরোধ

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবেঃ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

খাগড়াছড়ির আনন্দনগর মহল্লা কমিটি গঠন

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন

তানোরের বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখছে

সন্দ্বীপে মোস্তফা কামাল পাশার হোন্ডা র্যালি ও পথসভা: অঘোষিত নির্বাচনী প্রচারনায় জনস্রোত

কর্ণফুলীতে জমিতে কাজ করতে বাঁধা,প্রাণ নাশের হুমকি'তে থানায় জিডি
