ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সিডিএ’র ২ পদে ৫ কর্মকর্তার পদায়ন


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:১৪

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনস্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ/চউক) অর্গানোগ্রামে ২ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ থাকলেও বর্তমানে কর্মরত ৫ জনের অস্তিত্ব পাওয়া গেছে। মামলা জটিলতায় পদায়নে বাধা থাকলেও সেই নিয়মের তোয়াক্কা না করে ৫ জনকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দিয়ে গত বছরের ২ অক্টোবর একটি অফিস আদেশ করা হয়েছে। চউকের সচিব রবীন্দ্র চাকমা ওই আদেশে স্বাক্ষর করেছেন। এই আদেশ নিয়ে কর্মকর্তাদের মাঝে অসন্তোস দেখা দিয়েছে। এমনকি অনৈতিক লেনদেনের মাধ্যমে এমন বিতর্কিত আদেশ করা হয়েছে কি না তা নিয়েও চলছে তীব্র সমালোচনা। নাম প্রকাশ না করার শর্তে চউকে কর্মরত একাধিক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেছে। 
জানা যায়, গত বছরের ২ অক্টোবর চউকের অফিস আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর প্রকৌশল ও পরিকল্পনা বিভাগের কাজের স্বচ্ছতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে চউকের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে স্ব-বেতনে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক নিয়োগ/পদায়ন করা হলো। তাদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্কে একই পদে রেখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১ এর চলতি দায়িত্ব দিয়ে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রকল্প পরিচালক, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড হিসেবে দায়িত্ব পালন করবেন।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ এর চলতি দায়িত্বের পাশাপাশি নির্মাণ বিভাগ-১, যান্ত্রিক বিভাগ, প্রকল্প পরিচালক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে), প্রকল্প পরিচালক (অফিস বিল্ডিং, ষ্টাফ কোয়ার্টার) এর কাজের তদারকি করতে বলা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মোহাং মনজুর হাসানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বের পাশাপাশি নির্মাণ বিভাগ-২, ৩ নির্বাহী প্রকৌশলী (আইপি) ও প্রকল্প পরিচালক, কালুরঘাট-চাক্তাই এর কাজের তদারকি করতে বলঅ হয়েছে। 
নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব দিয়ে তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নির্বাহী প্রকোশলী (প্রকল্প), জলাবদ্ধতা প্রকল্প, নির্বাহী প্রকৌশলী (এরিয়া প্ল্যানিং) এর কাজের তদারকি করতে বলঅ হয়েছে। 
নির্বাহী প্রকৌশলী এ.জি.এম. সেলিমকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে। একইসাথে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা মোতাবেক সার্বিক কার্যাবলী সমন্বয়ের পাশাপাশি ইমারত নির্মাণ কমিটি ১ ও ২ এর চেয়ারম্যান হিসেবে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কাজের তদারকি করবেন বলে অফিস আদেশে বলেছেন। তবে এসব দায়িত্ব পালনের জন্য পরবর্তীতে পদোন্নতি প্রাপ্তির ক্ষেত্রে কোনরূপ অগ্রাধিকার পাবেন না বা অতিরিক্ত কোন আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না বলেও জানানো হয়েছে।
চউক সূত্র জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯০ অনুযায়ী চউকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ আছে মাত্র একটি। তবে ২০০৮ সালে তৎকালীন চেয়ারম্যান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ২ টি পদে উন্নীত করেছিলেন বলে জানা যায়। এরপরে আর কোন পদ বাড়ানো হয়নি। এই ২ টি পদের বিপরীতে বর্তমানে চউকে কর্মরত আছেন ৫ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। অর্থাৎ ২ চেয়ারে ৫ কর্মকর্তা। এরমধ্যে তত্ত্বাবধায়রক প্রকৌশলী কাজী হাসান বিন শামস্ বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। আর বাকী ৪ তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন।
এবিষয়ে জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব রবীন্দ্র চাকমার অফিসে একাধিকবার গিয়েও সাক্ষাৎ পাওয়া যায়নি। মোবাইলে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। 
তবে সিডিএ’র অর্গানোগ্রামে ২ টি তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা ও ৫ জনের চলতি দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করে  সিডিএ’র ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্ বলেন, সিডিএর অর্গানোগ্রামে ৫ জন তত্ত্বাবধায় প্রকৌশলীর পদ নেই আছে মাত্র ২টি। কিন্তু ৫ জনকে পদায়ন করেছে সত্য তবে এক্ষেত্রে আমার কিছু করার নেই। পদায়নের বিষয়টি প্রশাসনের এখতিয়ার, এধরণের আদেশ করার আগে আমার সাথে কোন আলোচনা বা পরামর্শ করা হয়নি। আমার কাছে অফিস আদেশ আসলে আমরা তা বাস্তবায়ন করতে বাধ্য।
অর্গানোগ্রাম অনুযায়ী লোকবল সংকট রয়েছে জানিয়ে সিডিএ’র একাধিক কর্মকর্তা জানান, লোকবল সংকটের কারনে একজনকে দিয়ে একাধিক কাজ করাচ্ছে কর্তৃপক্ষ কিন্তু একই পদে একাধিক ব্যক্তির পদায়নের বিষয়টি আমাদের অবাক করেছে। বিষয়টি শুধু অজ্ঞতাকে দায়ী করা যাবে না, কোন অনৈতিক লেনদেনের মাধ্যমে এখানে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। এবিষয়ে জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল কবির এর মোবাইলে একাধিকবার কল ও বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

 

এমএসএম / এমএসএম

বদলি আদেশের পরও বহাল হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে রায়গঞ্জবাসী

ধামরাইয়ে প্রকৌশলীর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা ও হুমকির অভিযোগ

জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন

মানুষের জীবনমান ও শিক্ষার মান বৃদ্ধিতে ৩১ দফার বিকল্প নেই: অভি

নওগাঁ-৩ আসনে বিএনপির পদচারনায় মুখর জনপদ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

“চরিত্র হননের নোংরা খেলায় নেমেছে প্রতিপক্ষরা”— শওকত হোসেন সরকার

‎কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; একজন আটক

কর্তৃপক্ষের অবহেলায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত