ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৩:৩০

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের নামে দায়ের হওয়া ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলার ভিত্তিতে তাকে বহিষ্কার করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন,আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সেলিম রেজা ইউসুফ, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম, রেজাউল করিম, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, কালিয়াা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহীনুর ইসলাম মাহি,পৌরসভার সাবেক কাউন্সিলর স. ম. একরাম রেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কালিয়া বিএনপির জনপ্রিয় নেতা সেলিম রেজা ইউসুফকে কোন কারণ দর্শানো নোটিশ ছাড়াই হঠাৎ করেই তাকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের কারণে কালিয়া বিএনপি সাংগঠনিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মূখীন হয়েছে। সেলিম রেজা ইউসুফ জানান, তাকে কোনো কারণ দর্শানো নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। শোকজ না করে সরাসরি বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এটি সাংগঠনিক ও আইনি ন্যায়বিচারের পরিপন্থী।আমার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।আদালত এখনো আমাকে দোষী ঘোষণা করেনি। আমি চাই, বিএনপির কেন্দ্রীয় কমিটি একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করুক।
উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন বলেন,সেলিম রেজা ইউসুফ দলের একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য। আমরা কেন্দ্রীয় কমিটির কাছে সেলিম রেজা ইউসুফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বলেন,সেলিম রেজা ইউসুফের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলার সাক্ষীর মধ্যে দলের সক্রিয় নেতাকর্মীদের নাম ব্যবহার করা হয়েছে, যা স্পষ্টতই ষড়যন্ত্রমূলক।তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বিষয়টির বাস্তবতা বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন এমনটাই আশা করছেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক-কর্মচারিদের মানবেতর জীবনযাপন

বেনাপোলে ঘোষণাবর্হিভূত মটরপার্টসের চালান জব্দ

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

হাতিয়ায় জলদস্যুদের আক্রমণে ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলে জীবিত উদ্ধার

পেটের ভিতরে করে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক