ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

উন্নয়নের কারিগর হাবিবকে তালাবাসী আবারো ধানের শীষের কান্ডারী হিসেবে দেখতে চাই


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৪:২৭

 সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। যিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি এ অঞ্চলের গনমানুষের কাছে একজন প্রাণ প্রিয় নেতা হিসেবে নিজেকে স্থান করে নিয়েছেন। বিএনপির চেয়ারপার্সন বারবার নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন এই নেতা যেন বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। যিনি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি ধাপে ধাপে নেতৃত্বের সুউচ্চ শিখরে পৌঁছান। সব সময় হাস্যউজ্জ্বল মুখ,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, রাজনৈতিক অঙ্গনে সাহসী যোদ্ধা,আপোসহীন ও কর্মীবান্ধব এই নেতা রাজনৈতিক পথচলার শুরু থেকেই রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জনপ্রিয়তার স্বীকৃতি স্বরূপ ২০০১ ইং সালে তিনি সাতক্ষীরা-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি থাকাকালীন সময়ে তিনি তাঁর নির্বাচনীয় এলাকাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করার বিষয়টি সবারই জানা। যেমন তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চল দলুয়া নামক স্থানে শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ ও ধানদিয়া চৌরাস্তা সংলগ্ন বেগম খালেদা জিয়া কলেজ নির্মাণ করেন। যার সুফল হিসেবে সুবিধাভোগী হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবার বেঁজায় খুঁশি বলে গতকাল সরোজমিনে তথ্য অনুসন্ধানকালে এমনটি উঠে এসেছে । শুধু কি তাই,এসব শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি-বেসরকারি ভাবে শত শত বেকার যুবকের চাকুরীর ব্যবস্থা করা পূর্বক করে দিয়েছেন তাদের পরিবারের রুটি রোজগারের সুব্যবস্থা। একই সাথে তৎকালীন তালাবাসীর প্রাণের দাবি উপজেলার বুঁক চিরে প্রবাহিত হওয়া যৌবনহারা কপোতাক্ষ নদ পুনঃখনন। এছাড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা, স্বাস্থ্যসেবা ও কৃষিখাতে নানা উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে ওঠেন জনপ্রিয় মানবিক একজন নেতা। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় তালা-কলারোয়া অঞ্চলে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন ঘটে, যা আজও এলাকাবাসীর স্মৃতিতে জ্বলজ্বল করছে। তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম আলোচিত অধ্যায় হলো। সাবেক ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার গাড়ি বহরে হামলা-মামলার আসামি হয়ে তাকে করতে হয়েছে মানবেতর জীবন যাপন। যে মিথ্যা মামলায় আদালত তাঁকে ৭০ বছরের সাজাও প্রদান করেন। যা দীর্ঘ প্রায় ৩ বছর তিনি কারাগারে বন্দি জীবন কাটান। তবে কষ্ট ও নিপীড়ন তাঁকে বিএনপির রাজনীতির মূলমন্ত্র থেকে এতটুকু দমিয়ে রাখতে পারেনি। বরং তিনি আরও দৃঢ় মনোবল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন।কারামুক্তির পর এলাকায় ফিরে আসার পর তালা ও কলারোয়া উপজেলা জুড়ে আনন্দের ঢেউ বয়ে যায়। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায়,হাবিবুল ইসলাম হাবিব কারাগারে থাকাকালীন সময়ে দলকে উজ্জীবিত রাখার লক্ষ্যে তারই সহধর্মীনি অ্যাডভোকেট শাহানা পারভিন বকুল। শত ব্যস্ততার মধ্যেও নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেওয়া সহ তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টি দিনের আলোর মত সত্য। স্থানীয়দের মতে, হাবিবুল ইসলাম হাবিব হচ্ছেন একজন কর্মীবান্ধব, আপোসহীন ও ত্যাগী নেতা, যিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছেন।দলের সর্বস্তরের নেতাকর্মীরা মনে করছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসন থেকে তিনি আবারও বিএনপির প্রার্থী হবেন। স্থানীয় মানুষও তাঁকে নতুন ভাবে এমপি হিসেবে দেখতে চায়। কারণ, তাঁর উন্নয়ন কর্মকাণ্ড, সাহসী রাজনৈতিক ভূমিকা ও দলীয় অবদানের জন্য তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। চির অমর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে হাবিবুল ইসলাম হাবিব দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি জিয়া পরিবারের সাথে ছিলাম, আছি এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবো এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। দলের চেয়ারপার্সন আমার প্রাণপ্রিয় নেত্রী  স্বাধীন বাংলার উন্নয়নের রূপকার বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার হৃদয়ের স্পন্দন  জনাব তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করবেন এটা আমার অনুরোধ। আমি বিএনপির একজন ত্যাগীও পরীক্ষিত সৈনিক হিসেবি জনসাধারণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা এবং সাতক্ষীরার সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। খোঁজ নিয়ে জানা যায়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ভিপি নির্বাচিত হন,পদভার বহন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে, অন্যদিকে গুরু দায়িত্ব পালন করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিজ জন্মভূমি সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হিসেবেও (সাবেক)।গুরুত্বপূর্ণ এসকল পদ ,দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে সততার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করা হাবিবুল ইসলাম হাবিব এখন এক আলোচিত নাম। দলটির সার্বিক মঙ্গল কামনায় নিজেকে উৎসর্গ করে বিএনপিকে যেমন বরাবরই উজ্জীবিত রেখেছেন। তেমনি স্থানীয় জনগণও জননন্দিত এই নেতাকে আবারো এমপি হিসেবে দেখার আশাবাদী হিসেবে রয়েছেন অধীর আগ্রহে। এদিকে তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাবেক) অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন.সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন,তিনি অত্যন্ত মানবিক এবং জননন্দিত একজন মানুষ। তিনি বিগত দিনে এমপি থাকাকালীন সময়ে তালা-কলারোয়ার অবহেলিত অঞ্চলে যে সার্বিক উন্নয়নের জোয়ারে পরিণত করেছিলেন তা আজও বিদ্যমান। তাই আসন্ন জাতীয় নির্বাচনে আবারো যদি হাবিব সাহেবকে এমপি বানানো সম্ভব হয় তাহলে এই এলাকা তথা সাতক্ষীরা জেলার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তাতে কোন সন্দেহ নেই। আর এ ধরনের অভিমত বিএনপি নেতা রাশিদুল হক রাজু,আব্দুর রকিব সরদার, আমিনুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, যুবদল নেতা মোস্তফা হোসেন মন্টু, ছাত্রদল নেতা সাইদুর রহমান সহ  দলটি সকল পর্যায়ের নেতাকর্মীদের বলে জানা যায়।সব মিলিয়ে মানবতার ফেরিওয়ালা এই নেতাকে আগামীতে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা সম্ভব হলে অবহেলিত তালা-কলারোয়া আবারও উন্নয়নের নতুন দিগন্তে প্রবেশ করবে বলে স্থানীয় অভিজ্ঞ মহল এমনটি বিশ্বাস করেন। 

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এড. ইফতেখার মহসিন

সুন্দরগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুত সমতির ভয়াবহ দুর্নীতি ও প্রতারণা

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভূরুঙ্গামারী উপজেলার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

নড়াইলে বিদেশ ফেরত প্রতিবেশীর খপ্পরে পড়ে সর্বশান্ত জাফর শেখ আদালতে মামলা দায়ের