শিবচরে বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শিবচর উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর ) সন্ধ্যায় সদস্য সচিব সোহেল রানার সঞ্চলনায় শিবচর পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির শিবচর উপজেলা শাখার আহ্বায়ক করার জন্য দেশনায়ক তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার সংগঠনের ঐক্য ও শক্তি বৃদ্ধি করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী দিনে আমরা তৃণমূলকে আরো সক্রিয় করব। এই সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যেভাবে কাজ করা যায়, সেভাবেই করবো।
তিনি আরো বলেন, ৯ বছর পরে শিবচরে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। আমাদের নবগঠিত কমিটির প্রথম কাজ হচ্ছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা। আমরা দল মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করতে চাই। শিবচরে কোন স্বৈরাচারের জায়গা হবে না।
এক পর্যায়ে সদস্য সচিব বলেন, দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শিবচর বিএনপিকে সুসংগঠিত করতে আমরা দৃঢ় ভাবে কাজ করে যাবো। আমাদের মধ্যে যে ভেদাভেদ রয়েছে তা দূর করে সকলে একত্রিত হয়ে বিএনপির সকল প্রোগ্রামে অংশ নেবো। তাছাড়া শীঘ্রই তৃণমূল কমিটি গঠন করা হবে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন দল তাদের মূল্যায়ন করবে। এক্ষেত্রে আমাদের কমিটির যারা সিনিয়র রয়েছেন তারা সর্বোচ্চ যাচাই-বাছাই করে যাকে নির্বাচিত করবেন সেই দলে অন্তর্ভুক্ত হতে পারবে। কোন হাইব্রিডদের সুযোগ হবে না।'
এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে শাহাদাত হোসেন খান আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক আবু বাসার সিদ্দিকী বলেন, বিএনপি সর্বদা জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর তুলে ধরে সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখছেন।
এসময় নবগঠিত বিএনপির যেসকল নেতারা বক্তব্য রাখেন শিবচর উপজেলা নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জহের গোমেস্তা, শাহজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার,শহিদুল ইসলাম দিপু,ও সদস্য আজমল হুদা চৌধুরী, শহিদুল ইসলাম ( শহিদ চেয়ারম্যান), মাহবুব মাদবর, শামীম হাসান চৌধুরী, সিরাজুল ইসলামসহ প্রমুখ।
মতবিনিময় সভায় শিবচরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে চলন্ত সিএনজি থেকে পড়ে কিশোরীর মৃত্যু

পটুয়াখালী জেলা প্রেসক্লাব'র নির্বাচন ২০ সেপ্টেম্বর শনিবার

পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কার্যক্রমে স্বপ্নপুর

সাঘাটায় অবৈধ কয়লা কারখানার বিষে দমবন্ধ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

শালিখায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মাদারীপুরের যুবক নিহত, শোকের ছায়া গ্রামে

রায়পুরে আলোচিত সমালোচিত ইউএনও ইমরান খানের বদলি

ইউপি চেয়ারম্যান সেলিমকে আটক করে পুলিশে দিল স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা

তানোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জনগণ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় নাঃ মাওলানা জিয়াউল হক

লক্ষ্মীপুরে ছাত্র হত্যার আসামিকে অভিনন্দন জানিয়ে জনরোষের মুখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান
