ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বিপাকে আগাম সবজি চাষীরা কুড়িগ্রামে সার ও বীজ সংকট


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ২:৬

কুড়িগ্রামে আগাম সবজি  চাষিরা সার ও বীজ সংকটের কারণে বিপাকে পরেছে।   খুচরা ব্যবসায়ীরা  কৃত্রিম সংকট দেখিয়ে বাড়িয়েছে সারের দাম। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বীজ ও কীটনাশকের মূল্যও।প্রশাসন বলছে বাজারে কোন সংকট নেই, অভিযোগ পেলেই সাথে সাথেব্যবস্থা। কিন্তুচাষীর অভিযোগ করার সময় কোথায়। তাকে সময়মতো বীজ বপন ও উত্তোলন করতে হবে। অফিস অফিসে ধর্ণা দেয়ার চাইতে অধিক মূল্যেই কিনতে হচ্ছে সার, বীজ ও কীটনাশক। ফলে চড়ামূল্যে যে সার ও বীজ কিনে সবজির ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় কুড়িগ্রামের চাষীরা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রামে চলছে সবজি চাষের ধুম। চাষীরা আগাম ফুলকপি বুনে লাভের আশা করলেও সার ও বীজের লাগামহীন মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংক তাদের। কৃষকরা বলছেন জমির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও বেশি দাম চাওয়া হচ্ছে। এবার এই উপজেলায় ২৯ হেক্টর জমিতে আগাম সবজিচাষ করা হচ্ছে বলে উপজেলা কৃষি বিভাগ সূত্র জানিয়েছে।

মীরের বাড়ি গ্রামের চাষী করিম জানান, গতবার ফুলকপির বীজ কিনেছি ৬শ’ থেকে ৭০০ টাকা, এবার সেই বীজ কিনতে হচ্ছে ১১শ’ থেকে ১৩শ’ টাকা। ফলে প্রচুর ব্যয় হচ্ছে। গতবার ১৩শ’ টাকার সার এবার বিক্রি হচ্ছে ১৪শ’ থেকে ১৫শ’টাকা। কৃষক যাতে না মরে এজন্য সার, বীজ ও কীটনাশক মূল্যের দিকে সরকারের দৃষ্টি দেয়া দরকার বলে তিনি আহবান জানান।

একই গ্রামের বাদশা মিয়া বলেন, আমাদের এখানকার অনেক চাষী এনজিও থেকে ঋণ করে অথবা গরু বা ছাগল বিক্রি করে অনেক আশা নিয়ে আগাম সবজি চাষ করেন। কিন্তু সঠিক সময়ে সার না পাওয়ায় দুশ্চিন্তায় থাকতে হয় তাদের। সেই সাথে দ্বিগুণ মূল্যে বীজ ও সার কিনে খরচ ওঠাতে পারবেন কিনা সেই আশংকায় দিন কাটে।

কৃষক মনোয়ার হোসেন জানান, শুধু বীজ ও সার নয়; বিরুপ প্রকৃতির সাথেও লড়াই করে আগাম সবজি চাষ করতে হয় আমাদের। বৃষ্টি বা কড়া রোদ হলে বীজের ক্ষতি হয়। এই ক্ষতি কাটাতে আবার অধিক মূল্যে কীটনাশক ব্যবহার করতে হয়। চাষবাস করতে এখন কৃষকদের পদে পদে হয়রাণি ও অধিক অর্থ ব্যয় করতে গিয়ে হিমসীম অবস্থা আমাদের।

রাজারহাট উপজেলা কৃষি অফিসার সাইফুন নাহার সাথী জানান, মৌসুমের শুরুতে বাজারে আগাম ফুলকপি সরবরাহ করে অধিক লাভের আশায় ফুলকপি চাষ করছেন কৃষকরা। আমাদের উপজেলায় এবার ২৯ হেক্টর আগাম সবজি চাষ করা হচ্ছে। এছাড়াও এই কর্মকর্তা জানান, বাজারে প্রচুর সারের সরবরাহ আছে। আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি। কেউ বেশি মূল্য চাইলে আমরা খবর পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

এদিকে কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এবছর বন্যা ও বৃষ্টিপাত কম হওয়ার কারণে চরাঞ্চলে রোপা আমনের আবাদ বৃদ্ধি পেয়েছে। এবারে রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিলে ১ লক্ষ ১৯ হাজার ৫শ’ । ইতিমধ্যে ১ লক্ষ ২১ হাজার ৪শ’ হেক্টর অর্জিত হয়েছে। ফলে অনেক জায়গায় সারের চাহিদা বেড়ে যায়। বর্তমানে সারের কোন সংকট নেই। আমাদের কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি পয়েন্টে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ কার্যক্রম চালু রয়েছে। তদুপরি বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা শোনা যায়। যারা খুচরা ব্যবসায়ী তারা একটি কৃত্রিম সংকটের প্রক্রিয়া করতে পারে, সেক্ষেত্রে আমরা সজাগ আছি এবং আমরা অভিযোগ পেলে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আইনানুগ যে ব্যবস্থা তা গ্রহন করছি। আমরা আশা করছি সারের কোন সংকট তৈরি হবে না এবং আমাদের যে অনুমোদিত বরাদ্দ আছে, আমরা এই বরাদ্দ সুষ্ঠুভাবে পেলে আমরা কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করবো।

এমএসএম / এমএসএম

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত-৩

বড়লেখায় সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার

খালিয়াজুরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সন্দ্বীপে প্রান্তীক জেলেদের মানববন্ধন

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম শ্রম দপ্তর:আইন লঙ্ঘনের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ভিডিও এডিটিং কর্মশালা সম্পূর্ণ

টেকনাফে বজ্রপাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রাজশাহীতে আজকের দর্পণ'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে পুলিশে চাকরি

বাউফলে ব্র্যাক জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিপাকে আগাম সবজি চাষীরা কুড়িগ্রামে সার ও বীজ সংকট

তানোরে বিএনপির বিরুদ্ধে একাধিক মামলা, ভোটের আগে প্রত্যাহারের দাবি