ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম শ্রম দপ্তর:আইন লঙ্ঘনের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ২:৫০

শ্রম আইন লঙ্ঘন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) ঘোষণা করার অভিযোগ ওঠেছে শ্রম অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. গিয়াস উদ্দীনের বিরুদ্ধে। আইন অনুযায়ী  নির্বাচনের মাধ্যমে সর্বাধিক ভোটের মাধ্যমে সিবিএ প্রতিনিধি নির্বাচনের বাধ্যবাদকতা থাকলেও রহস্যজনক কারনে একটি চিঠির মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলকে (রেজি নং-চট্ট.২৯৪৯) বৈধ সিবিএ ঘোষণা করেছে। এধরণের চিঠি ইস্যু  করে নির্বাচন ছাড়া কাউকে বৈধতা দেয়ার এখতিয়ার শ্রম অধিদপ্তর বা পরিচালকের নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শ্রম দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ”বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ধারা ২০২(১) মোতাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), চট্টগ্রাম -এ ’চউক জাতীয়তাবাদী কর্মচারী দল’ (রেজি: নং-চট্ট-২৯৪৯) একমাত্র সক্রিয় ট্রেড ইউনিয়ন হওয়ায় আবেদনের তারিখ ২৫/০৮/২০২৫ খ্রি তারিখ হতে বর্ণিত প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের জন্য উল্লেখিত ইউনিয়নকে যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) ঘোষণা করা হলো। 
২-০। যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) হিসেবে চউক জাতীয়তাবাদী কর্মচারী দল (রেজি: নং চট্ট- ২৯৪৯) এর মেয়াদকাল হবে  দু’বছর। যেখানে স্বাক্ষর করেছেন মো. গিয়াস উদ্দীন, যিনি চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম এর পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের দায়িত্বে আছেন।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৪২ নং আইনের ধারা ২০২ (১) এ ট্রেড ইউনিয়ন এবং শিল্প সম্পর্কে বলা হয়েছে, যে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে একটিমাত্র ট্রেড ইউনিয়ন থাকে সে ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য উহা যৌথ দরকষাকষি প্রতিনিধি বলিয়া গণ্য হইবে।
কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ৩টি নিবন্ধিত ও বৈধ ট্রেড ইউনিয়ন আছে বলে জানা গেছে।  এগুলো হচ্ছে, সিডিএ এমপ্লয়ীজ এসোসিয়েশন (রেজি নং- চট্ট.৯৫), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন  (রেজি নং- চট্ট.২৪৯৫) ও চউক জাতীয়তাবাদী কর্মচারী দল (রেজি: নং-চট্ট-২৯৪৯)। 
উপধারা (২) যে ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকে সে ক্ষেত্রে ইউনিয়ন সমূহ নিজেদের মধ্যে নির্বাচন কমিশনার মনোনয়নপূর্বক যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করিবে অথবা কোন ট্রেড ইউনিয়ন অথবা মালিক এতউদ্দেশ্যে দরখাস্ত করিলে শ্রম পরিচালক দরখাস্ত প্রাপ্তির একশত বিশ দিনের মধ্যে প্রতিষ্ঠানে কোন ট্রেড ইউনিয়ন যৌথ দরকষাকষি প্রতিনিধি হইবে, ইহা নির্ধারণের জন্য গোপন ভোটের ব্যবস্থা করিবেন।
(৩) উপ-ধারা (২) এর অধীন কোন দরখাস্ত প্রাপ্তির পর শ্রম পরিচালক লিখিত নোটিশ দ্বারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল ট্রেড ইউনিয়নকে নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে, যাহা পনের দিনের অধিক হইবে না, গোপন ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করিবে কি না ইহা জানাইবার জন্য নির্দেশ দিবেন।
(৪) যদি কোন ট্রেড ইউনিয়ন উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত নোটিশের উল্লেখিত সময় সীমার মধ্যে গোপন ব্যালটে উহার প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে শ্রম পরিচালককে কিছু জানাইতে ব্যর্থ হয়, তাহা হইলে উহা, উক্ত ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করিবে না বলিয়া বুঝিতে হইবে।
তবে উপধারা ৫ এ বলা হয়েছে, যদি নোটিশে উল্লেখিত সময়-সীমার মধ্যে কোন ট্রেড ইউনিয়নই গোপন ব্যালটে উহার প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে শ্রম পরিচালককে কিছুই না জানায় তাহা হইলে যে ট্রেড ইউনিয়ন উপ-ধারা (২) এর অধীন দরখাস্ত করিয়াছে উহাকে উক্ত প্রতিষ্ঠানে যৌথ দরকষাকষি প্রতিনিধি হিসাবে ঘোষণা করা হইবে, যদি প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকগণের মোট সংখ্যার সর্বনিম্ন এক-তৃতীয়াংশ শ্রমিক উহার সদস্য থাকে। 
এব্যপারে সিডিএ এমপ্লয়ীজ এসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দীন বলেন, শ্রম দপ্তরের চিঠি পাওয়ার পরে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি বলে জানিয়ে তাদেরকে যথাসময়ে চিঠি দিয়েছি। তবু তাঁরা আরেকটা সংগঠনকে বৈধ সিবিএ ঘোষণা করেছে যা শ্রম আইনের লঙ্ঘন। আমাদের সংগঠন ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি কার্যক্রম চলমান আছে। অথচ শ্রম দপ্তরের চিঠিতে আমরা সক্রিয় নেই বলে জানিয়েছে যা নৈতিক অধঃপতন বলে আমরা মনে করি। আর সিডিএ এর শ্রমিকের সংখ্যা ১৬৯ জন, এখানে ৩টি ট্রেড ইউনিয়নেরও কোন প্রয়োজন আছে বলে মনো করি না।
আবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারি ইউনয়নকে শ্রম অধিদপ্তর থেকে কোন চিঠি দেননি বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
ফলে ’চউক জাতীয়তাবাদী কর্মচারী দল’কে বৈধ সিবিএ ঘোষণা করা শ্রম দপ্তরের চিঠি নিয়ে সংশ্লিষ্টদের মাঝে সমালোচনা শুরু হয়েছে। এটিকে আইন লঙ্ঘন হিসেবে দেখছেন চউকের কর্মচারীরা। অনৈতিক লেনদেনের মাধ্যমে এমন বেআইনি চিঠি দিয়েছেন বলেও নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেছেন কেউ কেউ। 
এব্যপারে শ্রম অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মো. গিয়াস উদ্দীনের মোবাইলে একাধিকবার কল ও বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সাটুরিয়ায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ ২০ গ্রামের মানুষ

শিবচরে বসতঘর থে‌কে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ

কুষ্টিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও গাছ কর্তনের অভিযোগ, ব্যবসায়ী গুরুতর আহত

দুমকিতে নব নিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়

সাতকানিয়ায় ৮ হাজার ইয়াবা নিয়ে ধরা হাটহাজারীর যুবক

নরসিংদীর বাজারে নিত্যপণ্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ

তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের বজ্রপাতে জেলে মৃত্যু

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত-৩

বড়লেখায় সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার

খালিয়াজুরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সন্দ্বীপে প্রান্তীক জেলেদের মানববন্ধন

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন