ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ২:৫১

রবিবার (২১) সেপ্টেম্বর বিকেলে " গাছ লাগান,পরিবেশ বাঁচান- নিজে বাঁচুন, অপরকে বাঁচান " এই স্লোগানকে সামনে রেখে  মেহেরপুর পৌরসভায় পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন লালটুর মোড়ে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুর সদরের উদ্যোগে  " মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি "  উদ্বোধন করা হয়েছে।

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার, সভাপতি  মোঃ শফিকুল ইসলাম কান্তের দিকনির্দেশনায় এবং সহ-সভাপতি সাকিল আহামেদ এর অনুপ্রেরণায় মোঃ আলী হোসেনের সভাপতিত্বে এবং মোঃ রাজু হোসেন, সাধারণ সম্পাদকের সঞ্চালনায় " মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি "  উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার, মেহেরপুর সদরের সাধারণ সম্পাদক মোঃ রাজু হোসেন তিনি বক্তব্যে বলেন, আসুন আমরা প্রত্যকে দুইটি করে গাছ লাগায়। একটি দেশের মোট আয়তনের তুলনায় ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু বাংলাদেশে রয়েছে ষোল থেকে সতেরো ভাগ। তাই আমাদের দেশকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নাই। আমরা স্কুল কলেজ, মাদ্রাসার খালি জমি, ছাদে টবে যে যেখানে পারেন সবাই দুটি করে গাছ লাগানোর জন্য মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা মেহেরপুর সদরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি।

এছাড়াও মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক   ড. মোহাম্মদ আবদুল ছালাম ও মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের  উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম মহোদয় আমাদের সংস্থাকে দিকনির্দেশনা দিয়েছেন আপনারা মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও পৌর শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখবেন এবং ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করবেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন যে, মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি সহ বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, আত্মহত্যা প্রতিরোধ করুন ও প্রতিবন্ধী ছেলে- মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। তাই আসুন আমরা সমাজে যে যেখানে আছি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যার যার অবস্থান থেকে কাজ করে যায়।

মেহেরপুর জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লেখক বদরুদ্দোজা বিশ্বাস তিনি তার বক্তব্যে বলেন গাছের অপর নাম জীবন, এটা আমরা সবাই জানি কিন্তু আমরা কি এই জীবন পরিচালনার জন্য গাছ লাগাই?  গাছের উপকারিতা আমরা সবাই জানি। সারা পৃথিবীতে অনেক  বনভূমি পুড়েছে  প্রায় ছয় মাস। এছাড়াও কিছু কিছু বন দুই মাস করে পড়েছে।  এই তুলনায় সারা পৃথিবীর মানুষ কত টাকা গাছ লাগাতে পেরেছে। আজ পৃথিবীতে যে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে তা গাছের কারণে। বিশেষ করে তুষারপাত, খরা, বন্যা, অতিবৃষ্টি পৃথিবীতে দেখা যাচ্ছে বেশি বেশি এটার কারণ কি?  আপনার নিশ্চয় জানেন। তাই আসুন পৃথিবীবাসীর কাছে আমার আহ্বান যদি ৮০০ কোটি লোক থাকে সবাই দুইটি করে গাছ লাগালো পৃথিবীতে ১৬শ কোটি গাছ লাগানো হবে।

তিনি বক্তব্যে আরও বলেন যে, আমরা যে ওষুধ খায় বিশেষ করে এলাপাতি ঔষধ এটা শুধু ঔষধি গাছের মাধ্যমে পাওয়া যায়। তাই সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা বিভিন্ন ধরনের গাছ রোপন করুন।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য বিশিষ্ট নাট্য ও যাত্রা শিল্পী আসাদুজ্জামান লালটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার মেহেরপুর সদরের কোষাধ্যক্ষ সজল আমিন, সদস্য ফাহিম খান সিয়াম ও ছোট বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন পেশাজীবীর মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ ২০ গ্রামের মানুষ

শিবচরে বসতঘর থে‌কে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ

কুষ্টিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও গাছ কর্তনের অভিযোগ, ব্যবসায়ী গুরুতর আহত

দুমকিতে নব নিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়

সাতকানিয়ায় ৮ হাজার ইয়াবা নিয়ে ধরা হাটহাজারীর যুবক

নরসিংদীর বাজারে নিত্যপণ্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ

তজুমদ্দিনের মেঘনায় গভীর রাতের বজ্রপাতে জেলে মৃত্যু

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত-৩

বড়লেখায় সীমান্ত থেকে একনলা বন্দুক উদ্ধার

খালিয়াজুরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সন্দ্বীপে প্রান্তীক জেলেদের মানববন্ধন

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম শ্রম দপ্তর:আইন লঙ্ঘনের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে