নবীনদের প্রাণচাঞ্চল্যে মুখর বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশালের বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, অতিথিদের শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাসে আনন্দঘন আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা প্রমুখ।
দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা বলেন, “দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ভর্তি থেকে শুরু করে ফরম পূরণ পর্যন্ত সবকিছুই এখানে অবৈতনিকভাবে করা হয়। শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও ইউনিফর্ম দেওয়া হয়, এমনকি যাতায়াতের সুবিধার্থে সাইকেলও প্রদান করা হয়।” তিনি আরও উল্লেখ করেন, এই কলেজে বিগত বছরগুলোতে শতভাগ পাশের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “১৬ থেকে ১৮ বছর বয়স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখনই লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে যত বেশি সময়কে কাজে লাগাতে পারবে, সে তত দ্রুত উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।”
তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন, “কোনও প্রলোভনে পড়ে যেন কেউ প্রতারণার ফাঁদে না পড়ে। আমাদের দেশের অনেক মেয়েরা পাচারের শিকার হচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।” আর ছেলেদের উদ্দেশ্যে তিনি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন।
আলোচনা, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয়। দিনভর নবীনদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের
