আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের সাথে পুলিশের সংর্ঘষ
 
                                    আশুলিয়ার নাসা গ্রুপের শ্রমিকরা দাবি দাওয়ার জন্যে কারখানায় আসলে তাদের মধ্যে একটি কুচক্রিমহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের সাথে শ্রমিকের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘঠে।
বুধবার (২৪সেপ্টেম্বের) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় নাসা গ্রুপের পোষাক কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের এক পর্যায়ে শ্রমিকদের ছোড়া ইট পাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়।
এই ক্ষেত্রে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বাধ্য হয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অ্যাকশনে যায়। পরবর্তীতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জল কামান, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। সেনাবাহিনী সকাল থেকে শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু শ্রমিকদের মধ্যে কোন নেতা না থাকায় এবং শ্রমিকদের মধ্যে কিছু অসাধু ব্যক্তি তাদের নেতৃত্বের মধ্যে চলে আশায় নাসা গ্রুপের শ্রমিকদের ভোগান্তি হচ্ছে আজ।
এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর সিনিয়র এ এস পি মিরাজ বলেন, নাসা গ্রুপের পরিস্থিতি এখন শান্ত আছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক নেতা বলেন, এই সমস্যা সমাধানের জন্যে নাসা গ্রুপের শ্রমিকদের শিল্প উপদেষ্টা অথবা শিল্প মন্ত্রণালয়ে যেতে হবে এবং নাসার ভাইস চেয়ারম্যান সাইফুল সাহেবের বাসার সামনে শ্রমিকদের অবস্থান নিতে হবে। এখানে আশুলিয়া এলাকায় ঝামেলা করে শুধু ভোগান্তি বাড়বে এছাড়া আর কিছুই হবে না।
উল্লেখ্য, গতকাল ২৩ সেপ্টেম্বর প্রায় পাঁচ ঘণ্টা ব্যাপী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপের শ্রমিকদের চলমান সমস্যা নিরসনে একটি তৃপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) এতে সভাপতিত্ব করেন। বৈঠকে নাসা গ্রুপের মালিকপক্ষ, সেনাবাহিনীর জামগড়া আর্মি ক্যাম্পের প্রতিনিধি, শিল্পাঞ্চল পুলিশের প্রতিনিধি এবং বিভিন্ন ফেডারেশনের শ্রমিক নেতৃবৃন্দ নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে জামগড়া আর্মি ক্যাম্পের প্রতিনিধি এবং শিল্পাঞ্চল পুলিশ ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে শ্রমিকদের আগস্ট মাসের বেতন চলতি সপ্তাহের মধ্যে এবং অন্যান্য যাবতীয় পাওনা অক্টোবর মাসের মধ্যে পরিশোধের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালোভাবে তাগিদ প্রদান করেন। কয়েক ঘণ্টা আলোচনার পর বিভিন্ন সম্পত্তি বিক্রয় সম্পর্কিত জটিলতা এবং বাস্তবতার নিরিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নেতৃত্বে শ্রমিকনেতা এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এমএসএম / এমএসএম
 
                বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ
 
                সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন
 
                শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬
 
                হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
 
                যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
 
                মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা
 
                ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী
 
                কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম
 
                পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
 
                যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
 
                নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া
 
                জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা
 
                 
                