রাঙামাটিতে জনজীবন স্বাভাবিক

তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার আট দফা দাবি ও অনির্দিষ্টিকালের জন্য সড়ক অবরোধ চললেও রাঙামাটি জেলায় জনজীবন স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেখা গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে রাঙামাটিতে সব গাড়ি প্রবেশ করেছে তবে শহর থেকে ঢাকা উদ্দেশ্যে কোন গাড়ি ছেড়ে যায়নি।
দূরপাল্লার গাড়ি না চললেও শহরের অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ি বাস চলাচল বন্ধ রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম বাস চলাচল বন্ধ থাকলেও এগারোটার পর বাসের টিকেট বিক্রি শুরু করেছে কর্তপক্ষ। দুপুরের পর খাগড়াছড়ি বাদে রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-চট্টগ্রাম যান চলাচল সচল হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন এক বিবৃতিতে খাগড়াছড়ির ইস্যুকে কেন্দ্র করে কেউ রাঙামাটিতে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা না করতে পারে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান। বাঙ্গালী-পাহাড়ি-সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে কোনো অশুভ শক্তি কখনো সফল হতে পারবে না।
বিবৃতিতে আরো বলা হয়, এই মুহুর্তে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব চলছে। এই সময় কোনো অপশক্তি যাতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রইল।
রাঙামাটি শান্ত-স্নিগ্ধ পরিবেশ, সৌর্হাদ্য ও সম্প্রীতি আমাদের গর্ব। আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে এই পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
উল্লেখ্য, খাগড়াছড়ি সিঙ্গানালা এলাকায় ৮তম শ্রেণীর এক মারমা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে গত ২৭ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডাকা হয়। পরবর্তীতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরেরদিন গুইমারা এলাকায় সংঘর্ষে ৩ জন পাহাড়ি নিহত ও সেনাবাহিনীসহ বেশ কয়েকজন আহত হয়। জুম্ম ছাত্র জনতার ব্যানারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট দফা দাবি তুলে অনিদিষ্টিকালের জন্য তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
