ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বাকেরগঞ্জে বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, মামলা আতঙ্কে গ্রাম ছাড়া পুরুষ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ১:৩৬

বরিশালের বাকেরগঞ্জে কবাই ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি শাহিন হাওলাদারের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন হাসিনা বেগম, ফাতেমা আক্তার, ফারজানা বেগম, রেবা বেগম প্রমূখ। 
মানববন্ধনে শতশত নারীরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার সময় বিএনপি নেতা শাহিন হাওলাদার ও শওকত খানের বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতির বিষয়টি রাত ১টার সময় এলাকার মসজিদে মাইকিং করে দিলে ওই সময় এলাকাবাসী ডাকাত সোহেল খানকে আটক করে। পরবর্তীতে এলাকাবাসীর গণপিটুনিতে সে নিহত হয়। এ ঘটনাকে পুঁজি করে এলাকার বিএনপির আরেকটি গ্রুপ ডাকাত সোহেল খানের মাকে বাদি করে বাকেরগঞ্জ থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ ২৮ সেপ্টেম্বর বিএনপি নেতা শাহীন হাওলাদার সহ তার ভাই শামীম হাওলাদার ও শওকত খানসহ ৩জন গ্রেপ্তার করে। বর্তমানে তারা হাজতে রয়েছে। 

বিএনপি নেতা শাহিন হাওলাদারের স্ত্রী ফারজানা আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামী বাড়িতে না থাকায় গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় ডাকাত সোহেল তার বাহিনী নিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গলায় রামদা ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর বরিশালে আদালতে একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। মামলা দায়েরের পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানান। 

মানববন্ধনে ফাতেমা আক্তার বলেন, ডাকাত সোহেল নিহতের ঘটনায় স্থানীয় একটি প্রভাবশালী মহল এলাকায় নিরীহ মানুষদের আসামি করে হয়রানি করে আসছে। এলাকা এখন মামলা আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে। আমরা নারীরা শুধু বাড়িতে রয়েছি। ডাকাতদের বিরুদ্ধে আমরা মামলা করায় তারা আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাত গ্রেফতারের দাবিও জানান তারা। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিএনপি নেতা শাহীন হাওলাদারের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারপূর্বক তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এমএসএম / এমএসএম

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে স্টুডিও টেলিকম ও ফটোকপি ব্যবসায়ীদের মতবিনিময় ও মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় টানা সহিংসতা: বোমা হামলা ও পুকুরে বিষ প্রয়োগে উত্তেজনা

পদ্মার চরে কাকন বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গজারিয়ায় 'ভূমি কথা' কুইজ প্রতিযোগিতা ও মেয়েদের ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল, তারা ইসলাম না : আবুল কালাম

বেনাপোল স্থলবন্দরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্ত খুলেছে পূর্বধলার নিলয়

বহু অপকর্মের হোতা মতিন পুলিশের হাতে গ্রেফতার

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচরে বিএনপি নেতা আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত

রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মোঃ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

পদ্মা চরে যৌথ অভিযান 'অপারেশন ফাস্ট লাইট' এ কাঁকন বাহিনীর ২১ সদস্য গ্রেফতার