ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

তাড়াশে ভাতিজার হামলায় চাচি আহত : থানায় অভিযোগ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২১ বিকাল ৫:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার হাতে মার খেয়ে চাচি গুরুতর আহত হওয়ায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত জামেনা খাতুন (৫০) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামিকুড়িয়া সরকারপাড়ার লালন ব্যাপারীর স্ত্রী। বৃহস্পতিবার (৩ জুন) রাতে জামেনা খাতুনের স্বামী লালন ব্যাপারী তাড়াশ থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকারীরা হলেন- একই গ্রামের রবিউলের ছেলে আরমান হোসেন (২৭), আশিক আহম্মেদ (১৯), তার স্ত্রী আলো বেগম (৪০) ও মৃত বাল্লক ব্যাপারীর ছেলে রবিউল ব্যাপারী (৪৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জুন বিকেল ৩টার দিকে আরমান হোসেন তার দলবল নিয়ে পরিকল্পনা মোতাবেক পূর্বশত্রুতার জের ধরে এ মারপিট করে। ওই গ্রামের কবরস্থানের পুকুরের পানি শুকানোর জন্য শ্যালো মেশিন দিয়ে পানি সেচে লুজ পাইপ লাগিয়ে জামেনার আবাদ করা ঘাসের ওপর দিয়ে পানি পার করে। তাতে কোনো বাধা দেয়া হয়নি। জামেনা খাতুন তার আবাদি ঘাস কাটতে গেলে দেখেন তার ভাতিজা ঘাসের জমি নষ্ট করে মাছ ধরছে। পালিত গরু-ছাগলের একমাত্র খাওয়ার উপায় এই ঘাস। ঘাস নষ্ট হলে তার গরু ছাগল না খেয়ে মরবে। এই ভেবে বাধা দিতে গেলে আরমান তার চাচিকে লাথি মেরে কাদার মধ্যে ফেলে দেয়। এতে চাচি রাগ করে মেশিন বন্ধ করতে গেলে তার হাতে থাকা হ্যান্ডেল ও চেলাই দিয়ে বেদম মারপিট করে। ছোট ছেলে মাকে মারতে দেখে তার বাবাকে ডেকে আনে। জামেনার স্বামী লালন ব্যাপারী আসার সাথে সাথে আরমানসহ তার দলবল তাকেও মারপিট করে। জামেনা খাতুন গুরুতর আহত হওয়ায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে বাসায় চিকিৎসা নিচ্ছেন। আরমান মেরেও ক্ষান্ত হয়নি, এখনোও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

ওই গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, মারামারির বিষয়টি আমি শুনেছি। রবিউল এসে আমাকে বললে বলি উভয়পক্ষ যদি সমাধান চায় তাহলে আমি গ্রামে বসে মীমাংসা করতে পারব।

এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, লালন ব্যাপারীর অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বীজ কিনে প্রতারণার শিকার কৃষক শফিকুলের ১০ বিঘার ধানে চিটা

শিবচরে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

শাজাহানপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ব্রহ্মপুত্র তীরের কাশফুলের খর: অর্থনৈতিক উৎসে পরিণত

ধামইরহাটে জর্ডানে নারী কর্মী পাঠাতে প্রশাসনের উদ্যোগে কর্মশালা ও জব ফেয়ার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ৭৮ লাখ চক্ষু পরীক্ষা ও ৪৫ লাখ লোকের চিকিৎসা করেছে অরবিস