তাড়াশে ভাতিজার হামলায় চাচি আহত : থানায় অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে ভাতিজার হাতে মার খেয়ে চাচি গুরুতর আহত হওয়ায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। আহত জামেনা খাতুন (৫০) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামিকুড়িয়া সরকারপাড়ার লালন ব্যাপারীর স্ত্রী। বৃহস্পতিবার (৩ জুন) রাতে জামেনা খাতুনের স্বামী লালন ব্যাপারী তাড়াশ থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকারীরা হলেন- একই গ্রামের রবিউলের ছেলে আরমান হোসেন (২৭), আশিক আহম্মেদ (১৯), তার স্ত্রী আলো বেগম (৪০) ও মৃত বাল্লক ব্যাপারীর ছেলে রবিউল ব্যাপারী (৪৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জুন বিকেল ৩টার দিকে আরমান হোসেন তার দলবল নিয়ে পরিকল্পনা মোতাবেক পূর্বশত্রুতার জের ধরে এ মারপিট করে। ওই গ্রামের কবরস্থানের পুকুরের পানি শুকানোর জন্য শ্যালো মেশিন দিয়ে পানি সেচে লুজ পাইপ লাগিয়ে জামেনার আবাদ করা ঘাসের ওপর দিয়ে পানি পার করে। তাতে কোনো বাধা দেয়া হয়নি। জামেনা খাতুন তার আবাদি ঘাস কাটতে গেলে দেখেন তার ভাতিজা ঘাসের জমি নষ্ট করে মাছ ধরছে। পালিত গরু-ছাগলের একমাত্র খাওয়ার উপায় এই ঘাস। ঘাস নষ্ট হলে তার গরু ছাগল না খেয়ে মরবে। এই ভেবে বাধা দিতে গেলে আরমান তার চাচিকে লাথি মেরে কাদার মধ্যে ফেলে দেয়। এতে চাচি রাগ করে মেশিন বন্ধ করতে গেলে তার হাতে থাকা হ্যান্ডেল ও চেলাই দিয়ে বেদম মারপিট করে। ছোট ছেলে মাকে মারতে দেখে তার বাবাকে ডেকে আনে। জামেনার স্বামী লালন ব্যাপারী আসার সাথে সাথে আরমানসহ তার দলবল তাকেও মারপিট করে। জামেনা খাতুন গুরুতর আহত হওয়ায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে বাসায় চিকিৎসা নিচ্ছেন। আরমান মেরেও ক্ষান্ত হয়নি, এখনোও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।
ওই গ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, মারামারির বিষয়টি আমি শুনেছি। রবিউল এসে আমাকে বললে বলি উভয়পক্ষ যদি সমাধান চায় তাহলে আমি গ্রামে বসে মীমাংসা করতে পারব।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, লালন ব্যাপারীর অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা

বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত-২
