ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচন

বিএনপি-জামায়াতের ছায়তলে দোসরের উত্থান


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪০

চট্টগ্রাম শিপিং এজেন্টস এসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা ও সমালোচনার ঝড় উঠেছে। আগামী ৯ অক্টোবর টাইগারপাস নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য ভোটে আওয়ামী দোসরদের প্রভাব এবং প্রার্থীদের দলবদল নিয়ে শিপিং ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সবচেয়ে আলোচনায় রয়েছেন সেভেন সিজ শিপিং লাইনসের মোহাম্মদ আলী আকবর। দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধাভোগী ও প্যানেলে থাকা এই ব্যবসায়ী এবার জামায়াত-বিএনপিপন্থী ‘বৈষম্যবিরোধী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান (জেনারেল ক্যাটাগরি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ, আলী আকবরের পরিবার সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার স্ত্রী ফেরদৌসী আকবর ছিলেন আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। ছেলে ইমতিয়াজ আকবর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, আর মেয়ে ফারিয়া আকবর রিয়া একই সংগঠনের সদস্য। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হলেও তিনি এবারে হঠাৎ করে বিএনপির প্যানেলে প্রার্থী হওয়ায় অনেকেই এটিকে ‘পাল্টি’ হিসেবে দেখছেন। পরিবারের সবাই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও আলী আকবরের বিএনপিপন্থী প্যানেলে থাকা ভোটারদের চোখে স্বাভাবিক মনে হয়নি। অনেকের মতে, তিনি যেখানেই থাকুন না কেন, আওয়ামী দোসরের প্রভাব থেকে বের হতে পারবেন না। এর ফলে বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের প্রতি আস্থাহীনতা বাড়ছে। গতবার তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। শিপিং ব্যবসায়ীদের একাংশ বলছেন, তার এই অবস্থান পরিবর্তন বিএনপিপন্থী প্যানেলকে দুর্বল করে দিচ্ছে, বরং আওয়ামী দোসরদের প্রভাব সেখানে প্রবল হচ্ছে।
একইভাবে আলোচনায় এসেছেন অঞ্জন মজুমদার, যিনি আওয়ামী লীগের ডোনার হিসেবে পরিচিত। এবার তিনিও বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে আলী আকবর ও অঞ্জন মজুমদারকে ঘিরে পুরো বিএনপিপন্থী প্যানেলকে অনেকেই আওয়ামী ঘনিষ্ঠদের প্যানেল হিসেবে চিহ্নিত করছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্যানেলের নেতৃত্বে থাকা ক্যাপ্টেন মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন—“আমরা সবাই ব্যবসায়ী। আমি নিজে কোনো রাজনীতি করিনি, কোনো রাজনৈতিক দলের সাথে জড়িতও ছিলাম না। এখানে আমরা ব্যবসায়ী হিসেবে প্যানেল দিয়েছি। কারো ব্যক্তিগত রাজনৈতিক সম্পৃক্ততা থাকলে সেটা ওনাদের বিষয়, তার জবাব তারাই দেবেন।”
তবে আলী আকবরের অবস্থান নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার পরও বিএনপির প্যানেলে যুক্ত হওয়ার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

শিপিং এজেন্টস এসোসিয়েশনের এবারের নির্বাচন ব্যবসায়ী স্বার্থের বাইরে গিয়ে রাজনৈতিক প্রভাব ও দোসরবৃত্তির দ্বন্দ্বে রূপ নিচ্ছে। যেখানে বিএনপিপন্থী প্যানেলও আওয়ামী প্রভাব ও দোসরের ছায়া কাটাতে পারছে না। আসন্ন নির্বাচন ঘিরে বন্দরনির্ভর ব্যবসায়ী মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আলী আকবর। গতবার তিনি আওয়ামী প্যানেল থেকে নির্বাচিত হলেও এবারে বিএনপি ঘরানার প্যানেলে যোগ দিয়েছেন। এই আকস্মিক দলবদল ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে এবং নির্বাচনে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। একইভাবে, প্যানেলের অপর সদস্য অঞ্জন মজুমদারকে নিয়েও প্রশ্ন উঠেছে। তার অতীত ঘিরে নানা সংশয় ভোটারদের মধ্যে আস্থার সংকট তৈরি করেছে। সব মিলিয়ে অনেকে এই প্যানেলকে “বিএনপি-জামায়াতের আড়ালে আওয়ামী প্রভাবিত প্যানেল” হিসেবে আখ্যা দিচ্ছেন।

এমএসএম / এমএসএম

বদলি আদেশের পরও বহাল হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে রায়গঞ্জবাসী

ধামরাইয়ে প্রকৌশলীর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা ও হুমকির অভিযোগ

জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন

মানুষের জীবনমান ও শিক্ষার মান বৃদ্ধিতে ৩১ দফার বিকল্প নেই: অভি

নওগাঁ-৩ আসনে বিএনপির পদচারনায় মুখর জনপদ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

“চরিত্র হননের নোংরা খেলায় নেমেছে প্রতিপক্ষরা”— শওকত হোসেন সরকার

‎কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; একজন আটক

কর্তৃপক্ষের অবহেলায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত