ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কর্ণফুলীতে সংবাদ সম্মেলনে ভূমি বিরোধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ২:৩৯

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ তুলেছেন দৌলতপুর এলাকার মোঃ নুরুল আমিন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় মইজ‍্যারটেক একটি রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

নুরুল আমিন জানান, তাঁর পিতা মৃত আবদুর শুকুর ১৯৫৯ সালে সিরাজুল ইসলামের কাছ থেকে ৬ শতক জমি ক্রয় করেন। সেই সময় থেকে দীর্ঘ ৭০ বছর ধরে উক্ত জমি তাঁদের দখলে রয়েছে এবং বর্তমানে সেখানে নিয়মিত চাষাবাদ চলছে।

নামজারি নিয়ে বিরোধ ভুলবশত জমিটির নামজারি স্থানীয় নাছির উদ্দিনের নামে সম্পন্ন হওয়ায় এ বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক সালিশি বৈঠকও অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে নাছির উদ্দিন গং জেলা ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর, চট্টগ্রাম-এ ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (নং ৭৩৫/২৫) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি), কর্ণফুলীকে সরেজমিন তদন্তের নির্দেশ প্রদান করা হয়।

তদন্তে পক্ষপাতের অভিযোগ, নুরুল আমিনের অভিযোগ, বড়উঠান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন উভয় পক্ষকে ২৫ সেপ্টেম্বর  নোটিশ প্রদান করেন এবং সরজমিনে যাবে বলে উভয় পক্ষকে অবহিত করেন। 

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উক্ত বড়উঠান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন অত্র মামলার বাদী মোঃ নাসির উদ্দিন দ্বারা প্রবাহিত হয়ে সরজমিনে উপস্থিত না হয়ে তদন্ত করার নাম করে, বাদীপক্ষের প্রভাবে আমাদের অনুপস্থিতিতে মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন। এতে প্রকৃত তথ্য গোপন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রকৃতপক্ষে আমরা উক্ত সম্পত্তির বৈধ দখলদার। জমিটি এখনও আমাদের দখলে রয়েছে এবং আদালতে এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন—
 বি.এস. খতিয়ান সংশোধনী মামলা (নং ১১৬৭১/২০২৫) ফৌজদারী মামলা (নং ৫৯২/২০২৫, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রাম)।”

 সংবাদ সম্মেলনে নুরুল আমিন তদন্ত প্রতিবেদনের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

লিখিত অভিযোগ পাঠ করেন মোঃ মোমেন হোসেন জয়। উপস্থিত ছিলেন নুরুল আমিন, মোঃ আব্দুল্লাহ, ইদ্রিস পানু ও মোঃ হানিফ

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার