যশোর-খুলনা মহাসড়কে খোলা বালুবোঝাই ট্রাকের দৌরাত্ম্য — নাজেহাল পথচারী ও শিক্ষার্থীরা

শিল্পাঞ্চল ও বন্দরনগরী অভয়নগর উপজেলা। প্রতিদিন ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে খোলা ড্রাম ট্রাকে বালু পরিবহন। এতে করে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
নওয়াপাড়া পৌরসভার আলীপুর থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত মহাসড়কের গা ঘেঁষে গড়ে উঠেছে অন্তত পাঁচটি বালুর ড্যাম্প। নাকের ডগায় হাইওয়ে থানা থাকলেও কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এসব ড্যাম্প ও খোলা ট্রাকের চলাচল।
স্থানীয় পথচারীরা অভিযোগ করে বলেন, এসব ড্যাম্প থেকে ট্রাকে বালু বোঝাই করার পর কোনো ধরনের এপল বা জাল না দিয়েই মহাসড়কে ছুটে চলে এসব গাড়ি। এতে সড়কে ধুলাবালিতে দৃশ্যমানতা কমে যায় এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
বিদ্যালয় সংলগ্ন এলাকায় থাকা এসব ড্যাম্প শিক্ষার্থীদের জন্যও বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক শিক্ষার্থী জানান, “বালু ও কয়লার ধুলা বাতাসে উড়ে এসে ক্লাসরুমে ঢুকে চোখ-মুখে লাগে। এতে ক্লাসে মনোযোগ দেওয়া কষ্টকর হয়ে পড়ে।”
সচেতন মহল বলছে, প্রশাসন ও হাইওয়ে পুলিশের নীরব ভূমিকার কারণেই এসব অবৈধ ড্যাম্প ও খোলা ট্রাকের চলাচল বন্ধ হচ্ছে না। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুর করিম বলেন, “আমরা প্রতিনিয়তই খোলা বালুবোঝাই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা বলছেন, কার্যকর তদারকি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তারা জননিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
Aminur / Aminur

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত
