ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

যশোর-খুলনা মহাসড়কে খোলা বালুবোঝাই ট্রাকের দৌরাত্ম্য — নাজেহাল পথচারী ও শিক্ষার্থীরা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৩-১০-২০২৫ দুপুর ৪:৩৭

শিল্পাঞ্চল ও বন্দরনগরী অভয়নগর উপজেলা। প্রতিদিন ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে খোলা ড্রাম ট্রাকে বালু পরিবহন। এতে করে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
নওয়াপাড়া পৌরসভার আলীপুর থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত মহাসড়কের গা ঘেঁষে গড়ে উঠেছে অন্তত পাঁচটি বালুর ড্যাম্প। নাকের ডগায় হাইওয়ে থানা থাকলেও কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এসব ড্যাম্প ও খোলা ট্রাকের চলাচল।
স্থানীয় পথচারীরা অভিযোগ করে বলেন, এসব ড্যাম্প থেকে ট্রাকে বালু বোঝাই করার পর কোনো ধরনের এপল বা জাল না দিয়েই মহাসড়কে ছুটে চলে এসব গাড়ি। এতে সড়কে ধুলাবালিতে দৃশ্যমানতা কমে যায় এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
বিদ্যালয় সংলগ্ন এলাকায় থাকা এসব ড্যাম্প শিক্ষার্থীদের জন্যও বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক শিক্ষার্থী জানান, “বালু ও কয়লার ধুলা বাতাসে উড়ে এসে ক্লাসরুমে ঢুকে চোখ-মুখে লাগে। এতে ক্লাসে মনোযোগ দেওয়া কষ্টকর হয়ে পড়ে।”
সচেতন মহল বলছে, প্রশাসন ও হাইওয়ে পুলিশের নীরব ভূমিকার কারণেই এসব অবৈধ ড্যাম্প ও খোলা ট্রাকের চলাচল বন্ধ হচ্ছে না। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুর করিম বলেন, “আমরা প্রতিনিয়তই খোলা বালুবোঝাই গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা বলছেন, কার্যকর তদারকি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তারা জননিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Aminur / Aminur

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১জন

মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু

পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম

চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার

মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা

‎মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ

মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস

কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ