ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

শার্শায় নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ৩:২৭

যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর নাভারন কাজিরবেড় গ্রাম থেকে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল্লাহ (২৫) যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী ছেলে। সে ব্যাটারী চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শার্শা উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী বাবলু সরদারের পরিত্যক্ত একতলা বাড়ির টিনের বক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় আব্দুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত ভ্যানচালকের বাবা ইউনুস আলী বলেন, শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন সে রাত ৯টার পরপরই বাড়ি ফেরে। কিন্তু এদিন রাত ১১ টা পার হলেও সে বাড়ি ফেরেনি। তারপর তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন শনিবার ১১ তারিখে শার্শা থানায় একটি জিডি করি যার নং-৫০৫। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা ভ্যানের জন্য আমার ছেলেকে হত্যা করেছে।
নিহত আব্দুল্লার ভাই নাজমুল হোসেন বলেন, আমার ভায়ের খুনিদের বিচার চাই। অভাবের সংসার আমাদের এখন তার স্ত্রী ও দু’টি সন্তানের ভরনপোষণ দায়িত্ব কে নেবে? তার হত্যার সাথে যারা জড়িত তাদের আটক করে ফাঁসি দেওয়া হোক।
শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, নিহত আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার পর থেকেই থানা এবং ডিবি পুলিশ একযোগে কাজ শুরু করি। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের সনাক্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা