সলঙ্গায় গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাচ্ছে সাধারণ মানুষ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম। গত ৬ মাসে ইউনিয়ন পরিষদের তথ্যে মতে জানাযায় এখন পর্যন্ত মোট মামলা ৪২টি এর মধ্যে দেওয়ানী ১১টি ফৌজদারী ৩১ টি মামলা দায়ের হয়। এর মধ্যে ৪০টি মামলা নিষ্পত্তি হয়েছে, খারিজ হয়েছে ১ টি চলমান রয়েছে দুইটি, নারী ১৪ পুরুষ ১৮ শুনানী হয়েছে ১০ টি বিধি ৩১/২৯ এর মধ্যে উচ্চ আদালতের মামলা হয়েছে ১৪ টি ইউনিয়ন পরিষদের ২৮ টি
দেওয়ানী মামলায় ২০ টাকা আর ফৌজদারী মামলায় ১০ টাকা ফি দিয়ে গ্রাম আদালত আইন অনুসারে মামলা দায়ের করতে হয় গ্রাম আদালতের সহকারীর কাছে। এরপর গ্রাম আদালতের সহকারী মামলার বিষয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে ইউপি চেয়ারম্যান, ২ জন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ২ জনের সমন্বয়ে ৫ জনের গ্রাম আদালতের বিচারিক প্যানেল গঠন করেন।
গ্রাম আদালতে স্বল্প খরচে অল্প সময়ে বিচার পেতে এখন সলঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষ থানা ও কোর্টে না গিয়ে ছুটে যাচ্ছেন গ্রাম আদালতে,এখানে মামলা করে মানুষ ব্যাপক সুবিদা পাচ্ছেন।
সলঙ্গা ইউনিয়নের গ্রাম আদালতের সহকারী রানা ইসলাম জানান, গত মে মাস থেকে এখন পর্যন্ত ৪২টি দেওয়ানী ও ফৌজদারী মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ১০টি মামলা প্রাথমিক শুনানী শেষে বিচার নিস্পত্তি হয়েছে।
বিচার প্রার্থী রজব আলী জানান, আমার একটি জমি সংক্রান্ত সমস্যায় গ্রাম আদালতে মামলা দায়ের করলে খুব অল্প সময়ে আমার সমস্যার সমাধান হয়েছে। কোর্টে গেলে তো বছরের পর বছর লাগতো। তার চেয়ে আমাদেরে গ্রাম আদালতই ভালো, তিনি আরো জানান চেয়ারম্যান রফিকুল ইসলাম (মুন্টু) ইতোমধ্যে গ্রাম আদালতের বিচারক হিসাবে অনেক সুনাম খ্যাতি অর্জন করেছেন।
উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন পরিষদে ২৯ টি গ্রামের সমন্বয়ে গঠিত উল্লেখীত ইউনিয়ন পরিষদটিতে প্রায় ৩০ হাজারেরও বেশি ভোটার সংখ্যা রয়েছে।
ইউনিয়ন-এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে গ্রাম আদালতের চেয়ারম্যান রফিকুল ইসলাম (মুন্টু) বলেন, আমাদের ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নে নেই কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি জঙ্গীবাদ,চুরি,দাঙ্গা,প্রতারণা কিছু নাই, এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই চেয়ারম্যান।
ইউনিয়নে বসবাসরত অনেকের সাথে কথা বলে জানা যায়, তাদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (মুন্টু) একজন পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে নিবেদিত মানুষ।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (মুন্টু)। পেশকার রানা ইসলাম, উপজেলা সমন্বয়কারী মোছাঃ সালমা খাতুন, আফরোজা খাতুন, নাজমা খাতুন সহ ইউনিয়ন সদস্য গন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
