ডেন্টাল ক্লিনিক করার নামে নড়াইলের ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি টাকা নেয়ার অভিযোগ
ডেন্টাল ক্লিনিক করার নামে নড়াইলের মির্জাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো: বেনজির হোসেনের কাছ থেকে ১কোটি ৫লাখ টাকা নেয়ার অভিযোগ উঠেছে যশোরের ঘোপ সেন্ট্রাল রোডের দন্ত চিকিৎসক আঁখি তারার বিরুদ্ধে।দন্ত চিকিৎসক আঁখি তারা প্রতিশ্রæতি মোতাবেক ডেন্টাল ক্লিনিক না করার পর ব্যবসায়ী বেনজির প্রদানকৃত টাকা ফেরত দেয়ার কথা বললে তার নামে মামলা দিয়ে হয়রানিসহ জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।
অভিযোগে জানা গেছে,দাতের সমস্যা নিয়ে ব্যবসায়ী বেনজির হোসেন গত ২০২২ সালের জানুয়ারি মাসে যশোরের ঘোপ সেন্ট্রাল রোডের দন্ত চিকিৎসক আঁখি তারার চেম্বারে যান।বেনজির প্রতিষ্ঠিত ব্যবসায়ী শুনে ডা: আঁখি তারা তাকে লাভের প্রলোভন দেখিয়ে যৌথভাবে একটি ডেন্টাল ক্লিনিক করার জন্য উৎসাহিত করেন।পরবর্তীতে ডা: আঁখিকে ক্লিনিক করার জন্য কয়েক দফায় ১ কোটি ৫লাখ টাকা প্রদান করেন ব্যবসায়ী বেনজির। ডা: আঁখি ক্লিনিক করতে ব্যর্থ হলে বেনজির তার প্রদানকৃত টাকা ফেরত চান।ডা: আঁখি বিষয়টি গোপন রাখার জন্য ব্যবসায়ী বেনজিরকে অনুরোধ করে তার স্বাক্ষরকৃত ডাচ বাংলা ব্যাংকের দুটি চেক (১ কোটি ৫ লাখ টাকা) তাকে (বেনজির) প্রদান করেন এবং বলেন ২০২৪ সালের ৭ডিসেম্বর আপনার টাকা ফেরত প্রদান করা হবে।প্রতিশ্রæতি মোতাবেক বেনজিরকে টাকা প্রদান না করায় টাকার জন্য তিনি চাপ প্রয়োগ করলে ডা: আঁখি উল্টো হুমকি দিয়ে বলেন আমার অনেক রোগি পুলিশ কর্মকর্তা বেশি বাড়াবাড়ি করলে আপনাকে মামলায় ফাঁসানো হবে।ডা: আঁখি যশোর কোতয়ালি মডেল থানায় বেনজিরের নামে মামলা দায়ের করলে চলতি বছরের ২ জুন তাকে (বেনজির) গ্রেফতার করে পুলিশ।বেনজির যশোর কারাগারে থাকাকালীন চৌগাছার মিলন কবির ও যশোর পুলিশ লাইন এলাকার মফিজুর রহমান বেনজিরের গ্রামের বাড়িতে এসে তার বৃদ্ধ মা ও স্ত্রীকে ডা: আঁখির দেয়া চেক প্রদানের হুমকি দিতে থাকে।চেক ফেরত দিলে মামলাসহ বেনজিরের টাকার মীমাংসাও করা হবে। না দিলে পরিবারের সদস্যদের ক্ষয়-ক্ষতিসহ নানা ধরনের হুমকি-ধামকি দিতে থাকে।চাপের মুখে বেনজিরের পরিবারের সদস্যরা চেক দুটি ফেরত প্রদান করেন।চেক দুটি নেয়ার পর বেনজিরের ছোট ভাই জোবায়েরের নামে একাউন্টের মাধ্যমে আইএফআইসি গোবরা উপশাখা থেকে ১৬লাখ এবং নগদ ৭লাখ টাকা গ্রহণ করে তারা। মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দলের ও পুলিশের নাম ভাঙ্গিয়ে জিম্মি করে মিলন কবির ব্যবসায়ী বেনজিরের বৃদ্ধ অসহায় মা বেবী বেগমের কাছ থেকে সোনালী ব্যাংকের চেক এবং ভাই জোবায়েরের কাছ থেকে আইএফআইসি ব্যাংকের চেক ও স্ট্যাম্পে বেনজিরের স্ত্রী সাথী বেগমের স্বাক্ষর নেয়। গত ২৩ সেপ্টেম্বর বেনজির হোসেন জামিন পাওয়ার পর মা ও ভাইয়ের কাছ থেকে নেয়া চেক ফেরত চাইলে তা ফেরত না দিয়ে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। ব্যবসায়ী বেনজির হোসেনের পাওনা টাকার চেক প্রদানের বিষয়ে দন্ত চিকিৎসক আঁখি তারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
মফিজুর রহমান জানান,দন্ত চিকিৎসক আঁখি তারা ও বেনজির হোসেনের বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা চালিয়েছি।
ব্যবসায়ী বেনজির হোসেন বলেন, আমার দন্ত চিকিৎসক আঁখি তারা ও তার সহযোগি মিলন কবির এবং মফিজুর রহমান মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়েছে।আমাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করার ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
Aminur / Aminur
কাউনিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনাধান-১৭’ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত
চাঁদপুরে ১০০ চালককে বিনামূল্যে হেলমেট প্রদান
রায়পুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মদনে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা দায়ের
নরসিংদীতে তিন অবৈধ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
পটুয়াখালীর দুর্বৃত্তের ছুরিঘাতে অটোচালক নিহত
ধামরাইয়ে গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড পাট ও সরিষা পুড়ে ছাই
সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ
শার্শায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
কুতুবদিয়া-মগনামা নৌরুটে অতিরিক্ত ভাড়া: সরকারি খাস কালেকশানে জনদুর্ভোগ চরমে
বরগুনায় স্কুলশিক্ষক অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগে থানায় মামলা