৫০০ মিটার কাঁচা রাস্তার কারণে উল্লাপাড়ায় ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ
মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তার কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াতের রাস্তার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্ষা মৌসুম থেকে শুরু করে কাদা ও পানি জমে এই সড়কটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পরেছে । উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর–সড়াতৈল সড়কটি হাটিকুমরুলে উত্তরবঙ্গ মহাসড়কের সঙ্গে সংযুক্ত।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে প্রায় এক বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ রাস্তার প্রায় দেড় কিলোমিটার অংশ পাকা করে।
তবে সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে তালুকদার বাড়ি সেতু পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তা এখনো কাঁচা রয়ে গেছে যার অবস্থা খুবি বেহাল ।
আর এ অংশে বর্ষা মৌসুম থেকে শুরু করে সব সময় কাদা পানি জমে থাকায় ছোট খাটে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও পার হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী ও নারী-পুরুষদের ভোগান্তির এক মাত্র কারন এই সড়কটি। পোহাতে হচ্ছে নানা রকম ভোগান্তি ।
সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, অলিপুর–সড়াতৈল রাস্তা দিয়ে বড়হর ইউনিয়নের বাগদা, চরবাগদা, রশিদপুর, অলিপুর, বোয়ালিয়া, বড়হর, পাগলা বোয়ালিয়া ও গুয়াগাঁতি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন হাটিকুমরুল মহাসড়কে যাতায়াত করেন।
এই রাস্তা দিয়েই শিক্ষার্থীরা সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, সড়াতৈল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় বাজারে আসে।
বর্ষার সময় থেকে এখন পর্যন্ত কাদা জমে থাকায় ছেলে-মেয়েরা পড়ে গিয়ে স্কুল পোশাক নষ্ট করে ফেলে, অনেকেই স্কুলে যেতেই পারে না।
স্থানীয়রা জানান, কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তারটির অংশে হাঁটুসমান কাদা জমে যায়। এতে মানুষজনকে বিকল্প পথ দিয়ে অনেকটা ঘুরে যেতে হয়, এবং এই রাস্তা দিয়ে কোন অসুস্থ রুগী নিয়ে যাওয়াও খুবিই কষ্টকর হয়ে পরে। যা এলাকা বাসীর কাছে অনেক দুঃখ কষ্টের ব্যাপার । তাই অতিদ্রুত এই যাতায়াতের সড়কটি সংস্কার হলে এই এলাকাসহ ১০ গ্রামের মানুষের স্বস্তি মিলবে বলে আশা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, অলিপুর–সড়াতৈল সড়কটি বড়হর ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ। মোট দুই কিলোমিটার রাস্তার মধ্যে দেড় কিলোমিটার অংশ ইতোমধ্যে পাকা করা হয়েছে। অবশিষ্ট ৫০০ মিটার কাঁচা অংশ পাকা করার জন্য নতুন বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
Aminur / Aminur
ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১
কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন
মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য
গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির
কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ
জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থগিত
ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-কুমিল্লায় তারেক রহমান
ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত