বোদায় দেড় মাসেই অকেজো ১৫ লক্ষ টাকার ওয়াটার রিজার্ভার : ব্যবসায়ীদের ক্ষোভ

পঞ্চগড়ের বোদা পৌর বাজারে অগ্নি নির্বাপনের জন্য ১৫ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছিল আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। দুই লক্ষ লিটার ধারণক্ষমতা সম্পন্ন এই ওয়াটার রিজার্ভারটি উদ্বোধনের দেড় মাসের মধ্যেই অকেজো হয়ে পড়েছে। থাকছে না পানি, রিজার্ভারটিতে পানি না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা।
বোদা পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হলো বোদা পৌরবাজার। শুষ্ক মৌসুমে এখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পর্যাপ্ত পানির অভাবে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে, ফলে ব্যবসায়ীরা বারবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। ব্যবসায়ীদের সুরক্ষা বিবেচনায় পৌর কর্তৃপক্ষ অগ্নি নির্বাপনের জন্য এ আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার স্থাপন করে।
রিজার্ভারের সঙ্গে নির্মিত হয়েছে একটি পাম্প হাউস, যা সার্বক্ষণিক পানি উত্তোলন ও সরবরাহে সক্ষম। ফায়ার সার্ভিসের স্ট্যান্ডার্ড হোস সংযোগের উপযোগীভাবে এটি তৈরি করা হয়, যাতে প্রয়োজনের সময় দ্রুত সংযোগ নিয়ে আগুন নেভানো যায়। এছাড়াও নিরাপত্তার স্বার্থে এতে লকিং সিস্টেম ও গার্ডরুমও স্থাপন করা হয়। কিন্তু উদ্বোধনের দেড় মাসের মধ্যেই দেখা দিয়েছে সমস্যার। ভরা বর্ষা মৌসুমেও রিজার্ভারে ভরাট করা পানি কয়েক দিনের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, ফলে সেটি কোনো কাজে আসছে না।
জানা গেছে, বোদা পৌরসভার অর্থায়নে ১৫ লক্ষ ৮৩ হাজার টাকার এই নির্মাণকাজ শুরু হয় চলতি বছরের ১১ মার্চ এবং শেষ হয় ৫ মে। উদ্বোধনের পর থেকেই রিজার্ভারে পানি থাকছে না বলে অভিযোগ উঠেছে।
আল মামুন নামের এক ব্যবসায়ী বলেন, বোদা বাজারে প্রতিবছরই দুই-একবার করে আগুন লাগে। এই কারণেই পৌরসভা থেকে আমাদের জন্য এই রিজার্ভার তৈরি করে দিয়েছে। কিন্তু উদ্বোধনের পর থেকেই এতে পানি থাকছে না। পানি না থাকলে এই ট্যাংকি দেওয়া আসলেই অর্থহীন। আগের ইউএনও নিজেই তদারকির মাধ্যমে নির্মাণ কাজ দেগভাগ করলেও অজানা কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
যুক্ত বাবু নামের আরেক ব্যবসায়ী বলেন, এই পানির ট্যাংকি তৈরি করা হয়েছে আগুন লাগলে ব্যবহারের জন্য। কিন্তু এখন পানি থাকছে না। যদি হঠাৎ আগুন লাগে, তাহলে ভয়াবহ বিপদে পড়ব আমরা।
সুকুমার দত্ত নামে এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, এত টাকা খরচ করে কাজটা করা হয়েছে, কিন্তু পানি না থাকলে লাভটা কী? বিপদে পড়লে ফায়ার সার্ভিস এখান থেকে পানি পাবে। আমরা ভেবেছিলাম খুব কার্যকর কিছু হবে, কিন্তু সেটা হয়নি।
তৌহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, তিন-চার দিন আগেও পানি ভরাট করা হয়েছিল, কিন্তু কয়েক দিনের মধ্যেই পানি নিচে নেমে গেছে। এখনো উদ্বোধনের দুই মাসও হয়নি, তাতেই পানি থাকছে না। আগুন লাগলে তো ভয়াবহ ক্ষতি হবে।
বোদা পৌরসভার সহকারী প্রকৌশলী দীপঙ্কর অধিকারী বলেন, ১৫ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে আমরা এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভার নির্মাণ করেছি, যেখানে দুই লক্ষ লিটার পানি ধারণ করার সক্ষমতা রয়েছে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, রিজার্ভারে পানি থাকছে না। ইউএনও স্যার নিজে গিয়ে পরিদর্শন করেছেন এবং আমাদের নির্দেশ দিয়েছেন সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে। আমরা দ্রুত তা পরীক্ষা করে রিপেয়ার করবো।
এ বিষয়ে বোদা পৌরসভার প্রশাসক রবিউল ইসলাম বলেন, অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে বোদা বাজার এলাকায় পানি সংরক্ষণাগার তৈরি করা হয়েছে। সম্প্রতি সেখানে পরিদর্শন করে দেখা গেছে, সম্ভবত কোনো লিকেজ বা প্রযুক্তিগত কারণে পানি কমে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেকশনকে মেরামত করে পুনরায় পানি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
Aminur / Aminur

বাঁশখালীতে ৫ মাস বয়সী শিশু অপহরণ, ১৬ ঘন্টার পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেফতার-১

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা: আবুল কালাম

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন
