ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

গোদাগাড়ীতে বাড়ী দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৪:৩৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় জনৈক ব্যক্তির পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়ে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী রাফিকুল ইসলাম গত মঙ্গলবার (৭ অক্টোবর) গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাফিকুল ইসলাম তার পৈতৃক সূত্রে প্রাপ্ত পালপুর মৌজার জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার শরিফুল ইসলাম (৪২), তার দুই ছেলে বাবু (২০) ও নাহিদ (১৮), স্ত্রী রুবিনা এবং আরও কয়েকজন ওই জমিতে নিজেদের অংশ দাবি করে বিরোধ শুরু করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ৬ ও ৭ অক্টোবর সকাল ১০টার দিকে বিবাদীরা রাফিকুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও অশালীন ভাষায় গালাগাল করেন। পরে বাড়ির সামনে রাখা ইট পুকুরে ফেলে দেয় এবং গৃহের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শরিফুল ইসলাম তার পরিবার ও কিছু লোকজন নিয়ে হাম্বল, কোদাল, খুন্তি ও দা হাতে কাজ করছিলেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট, খোয়া ও ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখা যায়।

রাফিকুল ইসলাম বলেন, গতরাতে বাড়ির সামনে রাখা খোয়া ফেলে দেয়। সকালে এসে দেখি গেট, টয়লেট, প্রাচীর, পানির পাইপলাইন ভেঙে দিয়েছে। কলাগাছ ও বড়ইগাছ কেটে ফেলেছে। কথা বলতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দেয়। আমি ও আমার পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি গ্রাম্য সালিশের মাধ্যমে বিরোধের একটি মীমাংসা হয়েছিল। তবে সেই রায় উপেক্ষা করে শরিফুল ইসলাম পুনরায় জমি দখল ও ভাঙচুরের চেষ্টা চালাচ্ছেন।

কথা বললে, জমির অন্য এক অংশীদার মাইনুল ইসলাম বলেন, শরিফুল ইসলাম আমার আত্মীয় হয়। আমি তাদেরকে জমি দখল বাড়িঘরে হামলা ভাঙচুর করার আদেশ দেইনি। শরিফুল যদি এরকম কোন ঘটনা ঘটিয়ে থাকে তাহলে কিসের জন্য করেছেন কি কারনে করেছেন তা আমার জানা নাই। জমির উপরে আদালতে মামলা চলমান রয়েছে। কোর্টের আদেশ অনুযায়ী যা হয়, তা আমি মেনে নিব।

অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, জমিটি আমার খালু'র। বিষয়টি নিয়ে কোর্টে মামলা করেছি। কাগজপত্র কোর্ট থেকে পেলে সবাইকে দেখাতে পারবো।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১

কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থ‌গিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-কুমিল্লায় তারেক রহমান

ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের অধিকাংশ মানুষ জানেই না আগামী সংসদ নিবাচনে হ্যাঁ না গণভোটের কথা